মার্চ ৬: চীনের গণকংগ্রেসের ইনারমঙ্গোলিয়া প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য ও সম্পাদকমন্ডলীর সম্পাদক লিউ ইউন সান। গতকাল (শনিবার) এ বৈঠকে সরকারি কার্যবিবরণী নিয়ে পর্যালোচনা করেন তারা।
ইনারমঙ্গোলিয়া প্রতিনিধি দলের সদস্য সরকারি কার্যবিবরণী অনুযায়ী সমাজের অব্যাহত ও সুষ্ঠু উন্নয়ন, গ্রামীণ পশুপালন ব্যবস্থার উন্নয়ন, বিভিন্ন সমস্যার সমাধান এবং পরিবেশ সংরক্ষণ জোরদার করাসহ নানা বিষয়ে বক্তৃতা দেন। লিউ ইউন সান সবার কথা শোনেন। তিনি বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির দেশ প্রশাসনের নতুন ধারণা, নতুন কৌশল সরকারি কার্যবিবরণীতে দেখা যায়।
গত পাঁচ বছর ইনারমঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে অগ্রগতির স্বীকৃতি দেন লিউ ইউন সান। তিনি বলেন, নতুন পরিস্থিতিতে উদ্ভাবন, সমন্বয়, সবুজায়ন, উন্মুক্তকরণের ধারণা দিয়ে উন্নয়ন বাস্তবায়ন সম্ভব।
(শিশির/তৌহিদ)