মার্চ ৫: চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশন আজ (শনিবার) সকাল ৯টায় বেইজিংয়ের মহাগণভবনে শুরু হয়েছে। প্রেসিডেন্ট সি চিন পিং, প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং, ইয়ু চাং শাং, লিউ ইয়ুন শান, ওয়াং ছি শান, চাং কাও লিসহ শীর্ষস্থানীয় নেতারা সভাপতিমণ্ডলীর আসনে উপস্থিত রয়েছেন।
দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশনের ২৯৪৩ জন সদস্যের মধ্যে ২৮৯০জন উপস্থিত রয়েছেন। আজকের অধিবেশনে সভাপতিত্ব করেছেন চাং দে চিয়াং।
অধিবেশনের আলোচ্য বিষয়সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং সরকারি কার্যবিবরণী পেশ করেন। তার কার্যবিবরণীতে তিনটি ভাগ ছিল। এগুলো হলো, ২০১৫ সালের কার্যবিবরণী, ত্রয়োদশ পাচঁসালা পরিকল্পনা বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং ২০১৬ সালের প্রধান কর্তব্য।
অধিবেশনের আলোচ্য বিষয়সূচি অনুযায়ী, অধিবেশন ত্রয়োদশ পাচঁসালা পরিকল্পনার খসড়া, ২০১৫ সালের জাতীয় অর্থনীতি ও সমাজ উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন ও ২০১৬ সালের জাতীয় অর্থনীতি ও সমাজ উন্নয়ন পরিকল্পনার খসড়াসহ নানা দলিল নিয়ে আলোচনা করা হবে।
(শিশির/তৌহিদ)