চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং
মার্চ ৫: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং আজ (শনিবার) সরকারি কার্যবিবরণী পেশ করার সময় বলেন, গত বছর চীনের কূটনৈতিক সফলতা ছিল অনেক।
তিনি বলেন, আমরা আড়ম্বরপূর্ণভাবে চীনা জনগণের জাপানী আগ্রাসনবিরোধী যুদ্ধ ও বিশ্ব ফ্যাসিবাদবিরোধী যুদ্ধে জয়ের ৭০তম বার্ষিকী স্মরণ করেছি। এর মাধ্যমে বিশ্বযুদ্ধে প্রাচ্যের প্রধান যুদ্ধক্ষেত্র হিসেবে চীনের ঐতিহাসিক মর্যাদা ও গুরুত্বপূর্ণ অবদান ফুটে উঠেছে। চীনা জনগণ ও বিভিন্ন দেশের জনগণের যৌথ শান্তি ও ন্যায় রক্ষায় অটল ধারণা প্রতিফলিত হয়েছে।
গত বছরের কূটনৈতিক সাফল্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী লি বলেন, প্রেসিডেন্ট সি চিন পিংসহ রাষ্ট্রীয় নেতারা বিভিন্ন দেশ সফর করেছেন, জাতিসংঘের বিভিন্ন সংস্থার শীর্ষ সম্মেলন, জি-২০ শীর্ষ সম্মেলন, এপেক সম্মেলন, জলবায়ু পরিবর্তন সম্মেলন, পূর্ব-এশিয়ার সহযোগিতাবিষয়ক অধিবেশন, বিশ্ব অর্থনৈতিক ফোরামসহ অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। মধ্যআফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলন, চীন-ইউরোপ নেতাদের বৈঠক ও চীন ও লাটিন আমেরিকা ফোরাম সফল হয়েছে। প্রধান প্রধান বড় দেশগুলোর সম্পর্কে নতুন অগ্রগতি অর্জিত হয়েছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাস্তব সহযোগিতা আরো গভীর হয়েছে। উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরো বেড়েছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের মধ্যে সার্বিক সম্পর্ক জোরদার হয়েছে। চীনের অর্থনৈতিক কূটনীতি ও সাংস্কৃতিক বিনিময় অত্যন্ত কার্যকর হয়েছে। একটি দায়িত্বশীল বড় দেশ হিসেবে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে চীন গুরুত্বপূর্ণ গঠনমূলক ভূমিকা পালন করেছে বলে জানান প্রধানমন্ত্রী লি।
(ইয়ু/তৌহিদ)