গত বছর চীনের আঞ্চলিক সমন্বয় বেড়েছে: লি খ্য ছিয়াং
  2016-03-05 10:54:09  cri

চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং

মার্চ ৫: চীনের প্রধানমন্ত্রী লি খ্য চিয়াং আজ (শনিবার) সরকারি কার্যবিবরণী পেশ করার সময় জানিয়েছেন, গত বছর চীনের উন্নয়ন জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং বিভিন্ন অঞ্চলের সমন্বয়, উন্নয়ন ও নতুন ধরণের নগরায়ন এগিয়েছে।

তিনি বলেন, অব্যাহতভাবে পূর্ব, মধ্য, পশ্চিম ও উত্তর-পূর্ব অঞ্চলের সমন্বয় বেড়েছে। আমরা 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ, বেইজিং, থিয়ানচিন আর হোপেই এর সমন্বিত উন্নয়ন, ছাংচিয়াং বা ছাং নদী অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে গুরুত্ব দিয়েছি। অবকাঠামো, শিল্প বিন্যাস, পরিবেশ রক্ষাসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রকল্প কার্যকর করেছি। তিব্বত অঞ্চল ও তিব্বতি নাগরিক অধ্যুষিত চারটি প্রদেশের অঞ্চল এবং সিনচিয়াংয়ের উন্নয়ন এগিয়ে নিতে নীতিগত ব্যবস্থা গ্রহণ করেছি। পরিবার নিবন্ধন ব্যবস্থার সংস্কার, আবাসিক অনুমোদন বা রেসিডেন্স পারমিট ব্যবস্থা চালু করা হয়েছে। শহরাঞ্চলে অবকাঠামো নির্মাণকাজ জোরদার করা এবং নতুন ধরণের নগরায়নে সাফল্যের কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী লি।

(ইয়ু/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040