মার্চ ৫: চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশন আজ (শনিবার) সকাল ৯টায় বেইজিংয়ের মহাগণভবনে শুরু হয়েছে। প্রেসিডেন্ট সি চিন পিং, প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং, ইয়ু চাং শাং, লিউ ইয়ুন শান, ওয়াং ছি শান, চাং কাও লিসহ শীর্ষস্থানীয় নেতারা সভাপতিমণ্ডলীর আসনে উপস্থিত রয়েছেন। আজকের অধিবেশনে সভাপতিত্ব করছেন চাং দে চিয়াং।
অধিবেশনে প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং সরকারি কার্যবিবরণী পেশ করেন।
(ইয়ু/তৌহিদ)