চীনের 'লক্ষ্যবস্তু দারিদ্র্যবিমোচন' নিয়ে দুই অধিবেশনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের আলোচনা
  2016-03-04 15:32:11  cri
মার্চ ৪: পরিকল্পনা অনুযায়ী 'লক্ষ্যবস্তু দারিদ্র্যবিমোচন'-এর মাধ্যমে ২০২০ সাল নাগাদ চীনের সকল দরিদ্র লোক দারিদ্র্যমুক্ত হবেন বলে অনুমান করা হচ্ছে।

'লক্ষ্যবস্তু দারিদ্র্যবিমোচন' বেইজিংয়ে অনুষ্ঠিত দুই অধিবেশনে অংশগ্রহণকারী চীনের জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধি এবং গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্যদের দৃষ্টির গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। এ প্রসঙ্গে এখন শুনুন আজকের সংবাদ পর্যালোচনা।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সম্প্রতি প্রকাশিত এক পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০১৫ সালে চীনের গ্রামীণ দরিদ্র জনসংখ্যা ২০১৪ সালের চেয়ে ১ কোটি ৪৪ লাখ ২০ হাজার কমেছে। এই সংখ্যা পূর্বনির্দিষ্ট লক্ষ্যকে ব্যাপকভাবে ছাড়িয়ে যায়। পূর্বনির্দিষ্ট লক্ষ্য ছিলো এক বছরের মধ্যে ১ কোটি দরিদ্র লোকসংখ্যা কমানো।

তবে ২০২০ সাল নাগাদ সকল দরিদ্র লোককে দারিদ্র্যমুক্ত করার লক্ষ্য বাস্তবায়ন করতে গেলে আগামী কয়েক বছরের মধ্যে প্রতি বছর চীনে কমপক্ষে এক কোটি মানুষের দারিদ্র্যমুক্ত হওয়ার এই দায়িত্ব সম্পন্ন করতে হবে। এটি চীনের বর্তমান দারিদ্র্যবিমোচন ব্যবস্থার বড় একটি চ্যালেঞ্জ।

চীনের দ্বাদশ গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র সদস্য, কুই চৌ প্রদেশের সংস্কৃতি বিভাগের উপ-মহাপরিচালক চিয়াং কাং চিয়ে বলেন, 'লক্ষ্যবস্তু দারিদ্র্যবিমোচন' দারিদ্র্যবিমোচনের ক্ষেত্রে কাজ করার পদ্ধতিতে নতুন দাবি উত্থাপন করেছে, তাই সময়মতো কাজ করার উপায় পরিবর্তন করা খুব প্রয়োজন।

তিনি আরো বলেন,

'একদিকে দরিদ্র লোকের সংখ্যা এখনও সঠিক জানা যায় নি। দরিদ্রের অবস্থা নিয়ে সত্যিই একটু তদন্ত করতে হবে। অন্যদিকে যারা দারিদ্র্যবিমোচনের জন্য করতে জেলা বা গ্রামে যান, তাদের শক্তি কেন্দ্রীভূত করতে হবে। এসব সমস্যা নির্দিষ্টভাবে সমাধান করা উচিত।'

'লক্ষ্যবস্তু দারিদ্র্যবিমোচন'-এর প্রক্রিয়ায় কিভাবে যুক্তিসঙ্গতভাবে দারিদ্র্যবিমোচনের জ্বালানি বণ্টন করা যায় এবং দারিদ্র্যবিমোচনের কার্যকরিতা বাড়ানো হলো বিভিন্ন মহলের দৃষ্টির গুরুত্বপূর্ণ আলোচ্যবিষয়।

সিপিপিসিসি'র সদস্য, পরিবহন মন্ত্রণালয়ের নিরাপত্তাবিষয়ক পরিচালক ছেং পিং বলেন, পরিবহনের দিকে দারিদ্র্যবিমোচনের প্রক্রিয়ায় স্থানীয় উন্নয়নের সঙ্গে পথ নির্মাণের সমন্বয় করা উচিত্, যাতে দরিদ্র অঞ্চলের অর্থনীতির উন্নয়নে পরিবহনের অগ্রণী ভূমিকা আরো ভালোভাবে পালন করা যাবে।

তিনি আরো বলেন,

'সত্যি প্রয়োজনীয় জায়গায় বরাদ্দের মাত্রা বাড়ানো উচিত। তাই আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে তদন্ত, গবেষণা ও বিশ্লেষণ করা খুবই দরকার। কেবল বর্তমানের ওপর দৃষ্টি রাখা উচিত নয়, বরং ভবিষ্যতের উন্নয়নের ওপর দৃষ্টি রাখা উচিত। তাই একদিকে এই অঞ্চলের অর্থনীতির উন্নয়ন, অর্থাত্ এখানকার অর্থনীতি কিসের ওপর নির্ভর করে উন্নয়ন করা যায়, পরিবহনের ওপর এখানকার চাহিদা কত বড়, এসব নিয়েই গবেষণা ও বিশ্লেষণ করতে হবে, ফলে বরাদ্দ করলে আরো ভালো কার্যকরিতা অর্জিত হবে।'

'লক্ষ্যবস্তু দারিদ্র্যবিমোচন' প্রক্রিয়ায় আর্থিক বরাদ্দ ও সমর্থন বাড়ানো ছাড়াও, সামাজিক পুঁজির প্রবেশকে উত্সাহিত করা একটি খুব গুরুত্বপূর্ণ অংশ। জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধি, কুই চৌ প্রদেশের ওয়াং কাং গ্রামের কমিউনিস্ট পার্টির সম্পাদক হুয়া ছুয়েন মনে করেন, দারিদ্র্যবিমোচনে সামাজিক পুঁজির অংশগ্রহণের মাত্রা বাড়ানো উচিত্।

তিনি বলেন,

'গ্রামাঞ্চলের উন্নয়নে সামাজিক পুঁজির প্রবেশকে উত্সাহিত করা উচিত। শিল্পের মাধ্যমে স্থানীয় জনগণের দারিদ্র্যমুক্ত হওয়া হলো আরেকটি কার্যকর উপায়।' (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040