আগামীকাল শুরু হচ্ছে চীনের দ্বাদশ জাতীয় গণ কংগ্রেসের চতুর্থ সম্মেলন
  2016-03-04 15:28:01  cri

মার্চ ৪: চীনের দ্বাদশ জাতীয় গণ কংগ্রেসের চতুর্থ সম্মেলন আগামীকাল (শনিবার) সকালে বেইজিংয়ে শুরু হবে। সম্মেলন চলবে ১৬ মার্চ পর্যন্ত। সমাপনী দিনের সকালে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং দেশি-বিদেশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। আজ (শুক্রবার) বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে মুখপাত্র ফু ইং এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এবার সম্মেলনের আলোচ্য বিষয় ৯টি। সরকারের বার্ষিক কর্মরিপোর্টসহ ৬টি রিপোর্ট পর্যালোচনার পাশাপাশি, সম্মেলনে 'ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা' এবং দাতব্য আইনের খসড়াও পর্যালোচনা করা হবে।

মুখপাত্র আরও জানান, সম্মেলনের বিভিন্ন অধিবেশন দেশি-বিদেশি সাংবাদিকদের জন্য উন্মুক্ত রাখা হবে। আগামী রোববার থেকে সম্মেলনের তথ্যকেন্দ্রের মিডিয়া সেন্টারে ১৫ থেকে ১৬টি সাংবাদিক সম্মেলন আয়োজন করা হবে। সেসব সাংবাদিক সম্মেলনে জাতীয় গণ কংগ্রেস ও রাষ্ট্রীয় পরিষদের কর্মকর্তারা সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040