চীনের অর্থনীতিতে ৭ শতাংশ করে প্রবৃদ্ধি অর্জিত হতে থাকবে: অর্থনীতিবিদের আশাবাদ
  2016-03-04 15:23:24  cri
মার্চ ৪: চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র সদস্য এবং অর্থনীতিবিদ লি ই নিং বলেছেন, ভবিষ্যতে চীনের অর্থনীতিতে ৭ শতাংশ করে প্রবৃদ্ধি অর্জিত হওয়া খুবই সম্ভব। আজ (শুক্রবার) বেইজিংয়ে আয়োজিত দ্বাদশ সিপিপিসিসি'র চুতর্থ সম্মেলনের এক আলোচনাসভায় তিনি এ আশাবাদ প্রকাশ করেন।

তিনি বলেন, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কাঠামোগত সংস্কার কার্যক্রম অব্যাহত রাখা। চীনের অর্থনীতি খানিকটা চাপের মধ্যে আছে স্বীকার করে তিনি বলেন, অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে এ চাপ সামলে ওঠা সম্ভব। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040