মার্চ ৪: চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র স্থায়ী কমিটি স্থায়ীভাবে বিভিন্ন অঞ্চলের দারিদ্রমুক্ত বাস্তবায়ন করবে, চীনের নিং সিয়া, গুই চৌ এবং ছিন বা পাহাড়ি অঞ্চলের দারিদ্র্য অবস্থার ওপর মনোযোগ দেবে এবং আলোচনা করবে।
সিপিপিসিসি'র চেয়ারম্যান ইয়ু জেন শেং গতকাল (বৃহস্পতিবার) দ্বাদশ সিপিপিসিসি'র স্থায়ী কমিটির পক্ষ থেকে বেইজিংয়ে দ্বাদশ সিপিপিসিসি'র চতুর্থ অধিবেশনে কর্ম-রিপোর্ট তুলে ধরার সময় একথা বলেন।
তিনি আরো বলেন, শিক্ষা, চিকিত্সা, কর্মসংস্থান ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রের আলোচ্য বিষয় নিয়ে তদন্ত ও গবেষণাও করবে সিপিপিসিসি'র স্থায়ী কমিটি। (প্রকাশ/টুটুল)