সিপিপিসিসি'র চতুর্থ অধিবেশন বেইজিংয়ে শুরু
  2016-03-04 11:23:22  cri

মার্চ ৪: চীনের দ্বাদশ গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র চতুর্থ অধিবেশন গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে মহা গণভবনে শুরু হয়েছে।

অধিবেশনে সিপিপিসিসি'র সদস্যরা 'ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা' ও সংশ্লিষ্ট রিপোর্টের ভিত্তিতে নিজ নিজ দায়িত্ব পালন, গুরুত্বপূর্ণ পরামর্শ এবং আলোচনার মাধ্যমে সার্বিকভাবে সচ্ছল সমাজ গঠন এবং চীনা জাতির মহান পুনরুত্থানের জন্য লক্ষণীয় অবদান রাখবেন।

সিপিপিসিসি'র চেয়ারম্যান ইয়ু জেন শেং দ্বাদশ সিপিপিসিসি'র স্থায়ী কমিটির পক্ষ থেকে অধিবেশনে কর্ম-রিপোর্ট তুলে ধরেন।

তিনি বলেন, ২০১৫ সাল হলো গভীর সংস্কারের একটি গুরুত্বপূর্ণ বছর, আমরা অনেক ক্ষেত্রে সুফল অর্জন করেছি। ২০১৬ সাল হলো সার্বিকভাবে সচ্ছল সমাজ গঠন শুরুর গুরুত্বপূর্ণ একটি বছর। (প্রকাশ/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040