চীনের দুই অধিবেশন বিষয়ক আলোচনা
  2016-03-03 19:35:38  cri


দ্বাদশ গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের মুখপাত্র ওয়াং কুও ছিং

চীনের দ্বাদশ গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চতুর্থ অধিবেশন ৩ মার্চ বিকেলে বেইজিংয়ে শুরু হয়েছে। চীনের দ্বাদশ জাতীয় গণ কংগ্রেসের চতুর্থ অধিবেশন ৫ মার্চ অনুষ্ঠিত হবে। এ দুই অধিবেশন হচ্ছে চীনের গণ কংগ্রেস আর চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সংক্ষিপ্ত নাম। প্রতি বছরের মার্চ মাসে এ দুটি অধিবেশন পর পর অনুষ্ঠিত হয়। গণ কংগ্রেস ও পরামর্শ সম্মেলনের কার্যমেয়াদ পাঁচ বছর। প্রতি বছর একবার জাতীয় পর্যায়ের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়। 'দুটি অধিবেশন' চীনের ব্যাপক ভোটারদের স্বার্থ ও অধিকার প্রতিনিধিত্ব করে। অধিবেশন চলাকালে অধিবেশনে উপস্থিত প্রতিনিধিরা জনগণের পক্ষ থেকে নানা মতামত ও প্রস্তাব করেন।

গণ কংগ্রেস ব্যবস্থা চীনের এক মৌলিক রাজনৈতিক ব্যবস্থা। জাতীয় গণ কংগ্রেস চীনের সর্বোচ্চ ক্ষমতা সংস্থা। জাতীয় গণ কংগ্রেস বিভিন্ন প্রদেশ , স্বায়ত্তশাসিত অঞ্চল , কেন্দ্রশাসিত মহানগর , বিশেষ প্রশাসনিক অঞ্চল আর সৈন্যবাহিনীর গণ কংগ্রেস-প্রতিনিধিদের নিয়ে গঠিত। জাতীয় গণ কংগ্রেস দেশের আইন প্রনয়নের অধিকার প্রয়োগ করে এবং দেশের রাজনৈতিক জীবনের বড় বড় সমস্যা সম্বন্ধে সিদ্ধান্ত নেয়।

আজকের টপিক আসরে আমরা এ দুই অধিবেশনের নানা বিষয় নিয়ে আলোচনা করেছি। তা শুনে আপনারা এর ওপর আরো স্পর্শ ধারণা পাবেন। শুনুন তাহলে। (ইয়ু)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040