সুর ও বাণী: স্কুলের সহপাঠীদের বন্ধুত্ব কখনও ভোলা যায় না
  2016-03-03 19:20:07  cri

যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, মনে হতো, কবে বড় হবো?! বড় হলেই লেখাপড়া শেষ! তার পর মজা করে কোনো চাকরি করবো, টাকা আয় করবো। টাকার সঙ্গে আসবে স্বাধীনতা। জীবন উপভোগ করবো স্বাধীনভাবে। বড় হয়েছি, চাকরি পেয়েছি, টাকা আয় করছি, কিন্তু ইচ্ছেমতো যা-ইচ্ছা করার স্বপ্ন কিন্তু পূরণ হয়নি! আসলে, ছোটবেলার অনেক স্বপ্ন বোধকরি স্বপ্নই রয়ে যায়, কখনও পূরণ হয় না!

বন্ধুরা, এবার শুনুন রো দা ইয়োর কণ্ঠে 'সময়ের গল্প' গানটি। গানের বাণী এমন: 'বসন্তের ফুল, শরতের বাতাস আর শীতের সূর্যাস্ত। প্রেমের কবিতার মাঝেই আমি বছর-বছর বড় হয়েছি। সময় মানুষকে বদলে দেয়। পুরোনো ছবি ও বড়দিনের শুভেচ্ছা-কার্ডে তোমাকে উদ্দেশ্য করে লেখা আমার গানের কথা কি তোমার মনে আছে? আবার দেখা করতে আমরা কতো পথ অতিক্রম করেছি!'

সেদিন আমাদের বাংলাদেশি সহকর্মী এনামুল হক টুটুল আমাকে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তোলা একটি গ্রুপছবি দেখালো। ছবিতে ১৫ বা ১৬ জন তরুণ-তরুণীকে একসঙ্গে বসে থাকতে দেখা যাচ্ছে। টুটুল জানালো, ছবিটি ১২ বছর আগে তোলা। এটি দেখলেই তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক কথা মনে পড়ে। সত্যি কথা বলতে কি, মাধ্যমিক স্কুল হোক, কলেজ হোক, বা বিশ্ববিদ্যালয়, ছাত্রজীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান এবং স্মরণীয়।

বন্ধুরা, এবার শুনুন 'মাধ্যমিক স্কুলের সময়কাল' শীর্ষক একটি গান।

  গত দুই-তিন বছরে চীনের বিভিন্ন শহরে বিভিন্ন বিদ্যালয়ের বিভিন্ন বয়সের সহপাঠীদের বহু পুনর্মিলনী পার্টি অনুষ্ঠিত হয়েছে। গত বছর আমি একটি সম্মেলনে অংশ নিতে হাংচৌ শহরে যাই। সেখানকার দুটি হোটেলে দুটি বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের পুনর্মিলন অনুষ্ঠানের বড় ব্যানার দেখলাম। শুধু হাংচৌ কেন, এমন দৃশ্য চীনের নানা জায়গায় দেখা যায়।

সাম্প্রতিককালে চীনে স্কুলজীবনভিত্তিক বেশকিছু চলচ্চিত্র তৈরি হয়েছে এবং সেগুলো দর্শকপ্রিয়তাও পেয়েছে। যেমন, ২০১১ সালে তাইওয়ানে নির্মিত হয় একটি চলচ্চিত্র। চলচ্চিত্রের নামটি বাংলা করলে বেশ বড় হবে। নামটা মোটামুটি এমন: 'সে বছরগুলোতে আমাদের সবার পছন্দের মেয়ে'। চীনের মুলভূখণ্ডের গায়ক হু সিয়া এ চলচ্চিত্রের থিম সং গেয়েছেন। গানটির শিরোনাম 'সে বছরগুলো'। এখন গানটি শুনুন।

সহপাঠীদের পুনর্মিলনের আনন্দময় পার্টিও একসময় শেষ হয়, শেষ করতে হয়। কারণ, ফিরতে হবে নিজের বাসায়, অফিসে। আমাদেরকেও তাই করতে হয়েছে। তবে সেখান থেকে ফিরেছি এই আশা নিয়ে যে, আবার দেখা হবে। আসলে জীবনে বড় বড় সাফল্য অর্জন খুব বড় কথা নয়, বড় কথা মানুষের মন জয় করা, বন্ধুতা পাওয়া। সহপাঠীদের পার্টিতে গিয়ে নতুন করে এই কথাটা আমি উপলব্ধি করেছি।

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে শুনবেন 'এই জীবনে তুমি আছো' শীর্ষক একটি গান। গানে বলা হয়েছে, 'তুমি কি আমার ভালোবাসা বুঝতে পারো? বৃদ্ধকালে কি তুমি আমার পাশে থাকবে? যৌবনে কতো লোক তোমার সুন্দর মুখখানা পছন্দ করতো! কতো লোক তোমার জীবনে এসেছিলো, আবার চলেও গেছে! কিন্তু আমি সবসময় তোমার সঙ্গী হয়েই থাকবো।'

প্রিয় বন্ধুরা, 'সুর ও বাণী' আসরে আজ আপনাদের সঙ্গে আমার স্কুলজীবনের সহপাঠীদের নিয়ে আলাপ করেছি, গান শুনেছি। আশা করি, আপনাদের জীবনেও এমন কিছু ভালো বন্ধু আছে যাদের সঙ্গ আপনাদের আনন্দ দেয়, স্বস্তি দেয়। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সবার বন্ধুভাগ্য ভালো হোক। আবার কথা হবে। (ইয়ু/আলিম)


1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040