সিপিপিসিসি'র বার্ষিক সম্মেলনের প্রথম প্রেস ব্রিফিং
  2016-03-03 15:05:19  cri
গতকাল (মঙ্গলবার) চীনের দ্বাদশ গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র চতুর্থ অধিবেশনের প্রথম প্রেস ব্রিফিং বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। এতে চীনের অর্থনীতি, দুর্নীতি দমন, দারিদ্র্য বিমোচন এবং বায়ু দূষণসহ বিভিন্ন ইস্যুতে উপস্থিত সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন মুখপাত্র ওয়াং কুও ছিং। এসময় তিনি বলেন, চীনের অর্থনীতিতে মধ্যম-উচ্চ গতির প্রবৃদ্ধি অর্জন অব্যাহত থাকবে এবং দেশে ভবিষ্যতে দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এক ঘন্টারও বেশি সময় ধরে চলা প্রেস ব্রিফিংয়ে মোট ১৭ জন সংবাদদাতা চীনের ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনার কার্যক্রম, অর্থনীতি, গণ জীবিকা, পরিবেশ ও সামরিক বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। চীনের অর্থনীতির প্রবৃদ্ধিসংশ্লিষ্ট এক প্রশ্নের জবাবে ওয়াং কুও ছিং বলেন,

'চীনের অর্থনীতির বর্তমান অবস্থা আশাব্যঞ্জক। গেল বছর যদিও চীনের অর্থনীতিতে প্রবৃদ্ধির গতি খানিকটা কম ছিল, কিন্তু সার্বিক পরিস্থিতি ছিল সন্তোষজনক। ৬.৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন কম কথা নয়। তা ছাড়া, চলতি বছরের প্রথম মাসে অর্থনীতির অবস্থা ইতিবাচক সংকেতই দিচ্ছে।'

মুখপাত্র বলেন, চলতি বছর চীনের ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনার সূচনাবর্ষ। এ পরিকল্পনা নিয়ে সিপিপিসিসি'র সদস্যরা তিন বার সভায় মিলিত হবেন এবং এসব সভায় এর খসড়া নিয়ে আলোচনা করা হবে।

সম্প্রতি চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের মোংককে সংঘটিত দাঙ্গা-হাঙ্গামা সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন,

'হংকংয়ের বাসিন্দারা উন্নয়ন, স্থিতিশীলতা ও সমতার নীতির বাস্তবায়ন দেখতে চান। এ নীতি বাস্তবায়ন হংকংয়ের মৌলিক স্বার্থসংশ্লিষ্টও বটে। কেউ কেউ অবৈধ ও হিংসাত্মক পদ্ধতিতে হংকংয়ের স্থিতিশীলতা নষ্ট করতে চায়। তাদের এ ধরনের কর্মকাণ্ড হংকংয়ের সরকার ও চীনের কেন্দ্রীয় সরকার কোনো অবস্থাতেই মেনে নিতে পারে না।'

অন্যদিকে দক্ষিণ চীন সাগর পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন,

'সিপিপিসিসি'র সদস্যদের মধ্যে অনেকেই কূটনীতিতে অভিজ্ঞ। দক্ষিণ চীন সাগরকে শান্তি, মৈত্রী ও সহযোগিতার সমুদ্রে পরিণত করা উচিত। দক্ষিণ চীন সাগর ইস্যুকে চীনের উন্নয়নে বাধা দেওয়ার অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত নয়।'

মুখপাত্র চীনের মহানগরগুলোতে বায়ুদূষণ বা ধোঁয়াশা নিয়েও কথা বলেন। তিনি বলেন, চীনা নাগরিকরা এ ব্যাপারে সচেতন আছেন। বায়ুদূষণের বিরুদ্ধে যুদ্ধ একটি স্থায়ী প্রক্রিয়া এবং এটা সহজ নয়। এর জন্য বুদ্ধি ও ধৈর্য চাই। তিনি বলেন,

"তিনটি পদ্ধতিতে বায়ুদূষণ বা ধোঁয়াশা নিয়ন্ত্রণ করতে হবে। এক. সরকারের নীতিমালার আলোকে উদ্ভাবন, সমন্বয়, সবুজ, উন্মুক্ত ও অভিন্ন ভোগের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে; দুই. শিল্পপ্রতিষ্ঠানগুলোর উত্পাদন প্রক্রিয়ায় পরিবেশ সংরক্ষণের বিষয়টির প্রতি যথাযথ গুরুত্ব দিতে হবে; তিন. জনসাধারণকে আরও সচেতন হতে হবে এবং তাদেরকে 'সবুজ পরিবহণ' ধারণায় বিশ্বাসী হতে হবে।"

মুখপাত্র বলেন, গোটা সমাজের যৌথ প্রচেষ্টায় চীনের নগরগুলোর আকাশ ধোঁয়াশামুক্ত করা সম্ভব, সবসময় দেখা সম্ভব নীল আকাশ ও সাদা মেঘ।

তিনি আরও বলেন, দুর্নীতিদমনে গৃহীত কঠোর ব্যবস্থা অব্যাহত রাখার প্রশ্নে সিপিপিসিসি'র সদস্যরা আপোষহীন। তিনি আশা করেন, সিপিপিসিসি'র অধিবেশনের পর চীনা কমিউনিস্ট পার্টির প্রতি চীনা জনগণ আরও আস্থাবান হবেন।

(সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040