সদ্যসমাপ্ত বসন্ত উত্সবে চীনা চলচ্চিত্রের বক্স অফিস
  2016-03-03 09:49:49  cri



৮ থেকে ১৪ ফেব্রুয়ারি-এই ৭ দিনে সারা চীনে বক্সঅফিসের মোট পরিসংখ্যান ছিলো ৩৬০ কোটি ইউয়ান। এই সংখ্যা গত বছরের যে কোনো এক মাসের বক্সঅফিসের সংখ্যার চেয়ে অনেক বেশি।

এই বসন্ত উত্সবে প্রদর্শিত চলচ্চিত্রের মধ্যে, 'দ্য মারমেইড', 'দ্য মাঙ্কি কিং-২', এবং 'দ্য ম্যান ফ্রম ম্যাকাও'- এ তিনটি চীনা ভাষার চলচ্চিত্রের বক্সঅফিস ছিলো দারুণ ভালো। ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ তিনটি চলচ্চিত্রের মোট বক্সঅফিসের পরিসংখ্যান ২৮১.৬ কোটি ইউয়ানে দাঁড়ায়। এই সংখ্যা বসন্ত উত্সব চলাকালে মোট বক্সঅফিসের ৯৪ শতাংশ।

১৯৯৭ সালের বসন্ত উত্সবের জন্য বিশেষ করে নির্মিত প্রথম চলচ্চিত্র 'দ্য ড্রিম ফ্যাক্টরি' থেকে ২০১৩ সালের বসন্ত উত্সবে প্রদর্শিত 'জার্নি টু দ্য ওয়েস্ট: কনকোয়েরিং দ্য ডেমন্স' পর্যন্ত, চীনের বসন্ত উত্সবের সময় প্রদর্শিত নানা ধরনের চলচ্চিত্র চীনের চলচ্চিত্র বক্সঅফিসে এক একটি নতুন রেকর্ড সৃষ্টি করে। বসন্ত উত্সবের ছুটিতে প্রদর্শিত চলচ্চিত্রগুলোতে অনেক বেশি আনন্দ ও জাঁকজমকপূর্ণ আমেজ প্রতিফলিত হয়।

২০১৬ সাল হলো চীনের বানর বর্ষ। এবার বানর বর্ষের শুরুতেই চলচ্চিত্রের বক্সঅফিস অনেক ভালো। এ কারণে সারা বছর এই ভালো প্রবণতা বজায় থাকবে বলে অনুমান করা হচ্ছে।

২০১৫ সালে চীনের চলচ্চিত্রের বক্সঅফিসের মোট পরিসংখ্যান ছিলো চার হাজার কোটি ইউয়ানেরও বেশি। ২০১৬ সালে এই সংখ্যা ছয় হাজার কোটি ইউয়ান ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বের বৃহত্তম বক্সঅফিসের অধিকারী মার্কিন বাজারে ২০১৫ সালে বক্সঅফিসের মোট পরিসংখ্যান ছিলো এক হাজার কোটি মার্কিন ডলারের কাছাকাছি। (লিলি/টুটুল)

৮৮তম অস্কারের যা কিছু সেরা

বিখ্যাত মার্কিন অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও'র অনুরাগীদের জন্য চলতি বছরের অস্কার বিতরণী অনুষ্ঠান অনেক স্মরণীয়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডলবি থিয়েটারে ৮৮তম অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও। সেরা নির্মাতা হয়েছেন আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু।

এক নজরে দেখে নেওয়া যাক এবারের যা কিছু সেরা:

সেরা চলচ্চিত্র: স্পটলাইট

সেরা অভিনেতা: লিওনার্দো ডি ক্যাপ্রিও ( 'দ্য রেভন্যান্ট' চলচ্চিত্রে অভিনয়ের জন্য)

সেরা অভিনেত্রী: ব্রি লার্সন (রুম)

সেরা পরিচালক: আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু (দ্য রেভন্যান্ট)

সেরা পার্শ্ব অভিনেতা: মার্ক রায়লেন্স (ব্রিজ অফ স্পাইস)

সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যালিসিয়া ভিকান্দার (দ্য ড্যানিশ গার্ল)

সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র: 'সন অফ সল' (হাঙ্গেরি)

সেরা তথ্যচিত্র: 'এমি'

সেরা স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র: 'এ গার্ল ইন দ্য রিভার: দ্য প্রাইস অফ ফরগিভনেস'

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: 'ইনসাইড আউট'

সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র: 'বিয়ার স্টোরি'

সেরা মৌলিক চিত্রনাট্য: জশ সিঙ্গার ও টম ম্যাকার্থি (দ্য বিগ শর্ট)

সেরা সাহিত্যনির্ভর চিত্রনাট্য: চালর্স র‌্যানডল্ফ ও অ্যাডাম ম্যাককে (স্পটলাইট)

সেরা মৌলিক সংগীত: এনিও মরিকনি (দ্য হেইটফুল এইট)

সেরা মৌলিক গান: "রাইটিংস অন দ্য ওয়াল", জিমি নেপস ও স্যাম স্মিথ (স্পেক্টার)।

তথ্যসূত্র: ইন্টারনেট। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040