চীনে অনলাইনে কেনাকাটা
  2016-03-02 08:59:08  cri



অনলাইনে কেনাকাটা সম্পর্কে চীনে একটি কথা প্রচলিত আছে। কথাটি হচ্ছে: 'যে জিনিষ আপনার মনে আছে, তা অবশ্যই ইন্টারনেটেও আছে।' তার মানে, অনলাইনে আপনি সে জিনিষ ক্রয় করতে পারেন।

সম্প্রতি চীনা ইন্টারনেট তথ্যকেন্ত্র চীনের ইন্টারনেট সংক্রান্ত ৩৭তম উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে। এ প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত চীনে ইন্টারনেট ব্যবহারকারীর মোট সংখ্যা ছিল ৬৮ কোটি ৮০ লাখ। এদের মধ্যে আবার ৪১ কোটি ৩০ লাখ চীনার অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতা আছে। অন্যভাবে বললে, ৬০ শতাংশ চীনা ইন্টারনেট ব্যবহারকারী এ বছর অনলাইনে কেনাকাটা করেছেন।

চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালে চীনে অনলাইনে খুচরা পণ্যের বিক্রির পরিমাণ ছিল ৩,৮৮,০০০ কোটি ইউয়ান, যা ২০১৪ সালের তুলনায় ৩৩.৩ শতাংশ বেশি।

পরিসংখ্যান আরও বলছে, চীনা ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ২৮.৪ শতাংশ গ্রামীণ অঞ্চলের বাসিন্দা এবং তাদের সংখ্যা ১৯ কোটি ৫০ লাখ। আর গ্রামাঞ্চলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির হারও শহরের বাসিন্দাদের তুলনায় দুই গুণ বেশি।

আরেক প্রতিবেদন অনুসারে, ২০১৪ ও ২০১৫ সালে চীনে আন্তঃসীমান্ত ই-কমার্স দ্রুত বেড়েছে এবং আগামী ৩ থেকে ৫ বছরে এ বৃদ্ধির হার অব্যাহত থাকবে। স উ কুয়াং তুং প্রদেশের কুয়াং তুং শহরের নাগরিক। বসন্ত উত্সবে তিনি উত্তর-পূর্ব চীনে ভ্রমণ করেন। তো, ভ্রমণের যাওয়ার আগে তিনি শীত মোকাবিলার জন্য কিছু কাপড় ও অন্যান্য সরঞ্জাম কিনতে চা‌ইলেন। এ জন্য প্রথমে তিনি শপিং মলে গেলেন। সেখানে জিনিষপত্রের মান ভালো, কিন্তু দাম বেশি। তিনি ভাবলেন, মাত্র ৫ দিনের জন্য ভ্রমণে যাবেন এবং তার নিজের শহর কুয়াং চৌ-য়ে শীতের কাপড়ের প্রয়োজন নেই। তাই তিনি সস্তায় কিছু কাপড় কিনতে ইন্টারনেটের দ্বারস্থ হলেন এবং মাত্র এক হাজার ইউয়ান ব্যয় করে প্রয়োজনীয় সবকিছু কিনলেন।

স চেন মাঝে মাঝে ইন্টারনেটে কেনাকাটা করেন। তিনি জানালেন, বতর্মানে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন আন্তঃসীমান্ত ই-কমার্স দোকান থেকে সবধরনের বিদেশি পণ্য ক্রয় করা যায়। অনলাইনে অর্ডার দিলেই হলো। ডেলিভারিম্যান পণ্য বাসায় পৌঁছে দেয়। দামও তুলনামূলকভাবে অনেক সস্তা। উদাহরণস্বরূপ তিনি জানালেন, অনলাইনে তিনি আন্তঃসীমান্ত ই-কমার্স দোকান থেকে এক বাক্স দক্ষিণ কোরীয় মাস্ক কিনেছেন। এর দাম সাধারণ ইন্টারনেট দোকানের চেয়ে কম পড়েছে। তার বন্ধুও আন্তঃসীমান্ত ই-কমার্স দোকান থেকে শিশুদের ডায়াপার কিনেছেন। এক বক্স ডায়াপারের দাম পড়েছে ১০৯ ইউয়ান। অথচ স্থানীয় সুপারমার্কেটে তার দাম ১৮৮ ইউয়ান।

সম্প্রতি নিলসেন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনে যারা অনলাইনে কেনাকাটা করেন তাদের ৪৫ শতাংশ নারী এবং ৫৫ শতাংশ পুরুষ। এতে অবাক হবার কিছু নেই। চীনে নারীর চেয়ে পুরুষের সংখ্যা বেশি। তা ছাড়া, অনেক নারীই স্বামীর কার্ড ব্যবহার করে কেনাকাটা করেন। তাই পরিসংখ্যান পুরুষদের সংখ্যাই বেশি দেখায়।

তবে বিভিন্ন রকমের পণ্য কেনাকাটার পরিসংখ্যানটা আবার একটু অন্যরকম। বিদেশ থেকে আমদানিকৃত পণ্যের ৭০ শতাংশ ভোক্তা নারী এবং তাদের বয়স ২৩ থেকে ৩৫ বছর। স্বাস্থ্যসম্মত খাবারের ভোক্তাদের ৬০ শতাংশ নারী এবং তাদের বয়স ২২ থেকে ৫০ বছর। মজার ব্যাপার হলো, পুরুষদের কাপড়ের ৫০ শতাংশই অনলাইনে ক্রয় করে থাকেন নারীরা।

অনলাইনে সবচেয়ে বেশি কেনাকাটা হয় মাতৃ ও শিশুপণ্য। তারপরই আছে যথাক্রমে পর্যটনপণ্য, যন্ত্রপাতি, মোবাইল, আইটিপণ্য ইত্যাদি।

চীনে যারা অনলাইনে কেনাকাটা করেন, তাদের ৬৮ শতাংশ ছুটির সময় এটা করেন এবং ৫৫ শতাংশই রাতে ঘুমাতে যাওয়ার আগে অর্ডার দিয়ে থাকেন।

চীনে অনলাইনে যারা কেনাকাটা করেন তাদের মধ্যে ৫১ শতাংশের বয়স ২৬ থেকে ৩৫ বছর। অনলাইনে যারা কেনাকাটা করেন তাদের ৬০ শতাংশই বিবাহিত এবং তাদের সন্তান রয়েছে।

যারা গত শতকের সত্তুরের দশকে জন্মগ্রহণ করেছেন, ইন্টারনেটে তারা সাধারণত আসবাবপত্র, যন্ত্রপাতি, রান্নাঘরের পণ্য ক্রয় করে থাকেন। তারা এসব ক্ষেত্রে উচ্চ মানের ওপর জোর দিয়ে থাকেন।

যারা গত শতকের আশির দশকে জন্মগ্রহণ করেছেন, তাদের অধিকাংশ মাতৃ ও শিশুপণ্য ক্রয় করে থাকেন এবং তারা তাদের আগের প্রজন্মের তুলনায় ইন্টারনেটে বেশি কেনাকাটা করেন। এই শ্রেণীটি ব্যবহৃত পণ্য ও গাড়ির ওপর নজর রাখেন বেশি।

গত শতকের নব্বইয়ের দশকে জন্মগ্রহণকারীরা ইন্টারনেটে সবচে বেশি সক্রিয়। তারা বিশেষ বা নতুন ধরনের পণ্য পছন্দ করেন। তারা কাপড়, অলঙ্কার ও আইটি পণ্যের ওপর বেশি নজর রাখেন; এসব কেনেনও বেশি। ক্রীড়াসামগ্রীর প্রতিও রয়েছে তাদের দুর্বলতা।

চীনের তিন ভাগের এক ভাগ ই-কমার্স ওয়েবসাইটের কেন্দ্র চে চিয়াং প্রদেশের রাজধানী হাং চৌ। বিখ্যাত আলি বাবা কোম্পানির সদরদপ্তরও হাং চৌতে অবস্থিত। আলি বাবা চীনের মানুষের পণ্যচাহিদার ৯.৬ শতাংশ সরবরাহ করে থাকে। ২০১৫ সালে হাং চৌ ই-কমার্স সেবা শিল্পের আয় ছিল ১০,০০০ কোটি ইউয়ান। এ বছর এ শিল্পে ৬ লাখ কর্মসংস্থান সৃষ্টি হয়।

(শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040