'সাহিত্য ও সংস্কৃতি'--০৩০১
  2016-03-01 10:06:08  cri

গত সপ্তাহে আমি একটি নতুন বইয়ের কথা আপনাদের কাছে উল্লেখ করেছি, তাইনা? আর সে বইটির নাম হলো 'টুডে ইন হিস্টোরি'। বইটি ইতিহাসের একই দিন বা একই তারিখের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে লিখিত। আজ আমি আপনাদের কাছে ২৩ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ইতিহাসের ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করবো।

ইতিহাসের ২৩ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো:

ফেব্রুয়ারি ২৩: ১৯৮৮ সালের এই দিনে চীনের বিখ্যাত চলচ্চিত্র 'হং কাও লিয়াং' বার্লিন চলচ্চিত্র দিবসে 'গোল্ডেন বিয়ার' পুরস্কার লাভ করে চীনা চলচ্চিত্রের ইতিহাস সৃষ্টি করে।

১৯৫১ সালের এই দিনে চীনের নান খাই বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট চিয়াং বো লিং মৃত্যুবরণ করেন।

ফেব্রুয়ারি ২৪: চলতি বছর চীনের লণ্ঠন উত্সব এদিন উদযাপিত হয়েছে।

১৯৬২ সালের এই দিনে চীনের বিখ্যাত পণ্ডিত হু সি মারা যান।

ফেব্রুয়ারি ২৫: মার্কিন নাগরিক স্যামুয়েল কোল্ট এদিন কোল্ট রিভলভার আবিষ্কার করেন।

১৮৭১ সালের এই দিনে ইউরোপীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ ফ্রান্স-জার্মান যুদ্ধ শেষ হয়।

২০০৮ সালের এই দিনে নিউইয়র্কের ফিলাহারমোনিক অর্কেস্ট্রা উত্তর কোরিয়ায় পারফর্ম করে।

ফেব্রুয়ারি ২৭: ১৯৩২ সালের এই দিনে হলিউডের বিখ্যাত অভিনেত্রী এলিজাবেথ টেলর জন্মগ্রহণ করেন।

২০০৭ সালের এই দিনে চীনের শেয়ার বাজারে মন্দা দেখা দেয় এবং তা বিশ্বের শেয়ার বাজারে মারাত্মক প্রভাব ফেলে।

ফেব্রুয়ারি ২৮: ইতিহাসের এই দিনে চীনের দু'জন বিখ্যাত কবি লি পাই এবং ওয়াং উয়েই জন্মগ্রহণ করেন।

বন্ধুরা, এতক্ষণ একই দিন বা একই তারিখে ইতিহাসের কিছু ঘটনা শুনছিলেন। এবার বিস্তারিত।

বন্ধুরা, আপনারা যদি আমাদের বিভাগের লিলির 'আলোছায়' অনুষ্ঠান শুনে থাকেন, তাহলে আমি বিশ্বাস করি, আপনারা অবশ্যই চীনের চলচ্চিত্রপরিচালক চিয়াং ই মৌ'র নাম শুনেছেন।

চলচ্চিত্র 'হং কাও লিয়াং' হলো পরিচালক চিয়াং ই মৌ'র একটি বিখ্যাত শিল্পকর্ম।

উল্লেখ্য,এ চলচ্চিত্রের দৃশ্যবিবরণীর লেখক হলেন চীনের নোবেলবিজয়ী সাহিত্যিক মো ইয়েন। এটি খুব গভীর জীবনবোধের একটি চলচ্চিত্র।

যদি বন্ধুরা এ চলচ্চিত্রটির বিষয়ে আগ্রহী হন, তাহলে আমাদের সহকর্মী লিলিকে ইমেইল লিখবেন।

বন্ধুরা, আপনারা হয়তো বেইজিং বা ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছেন, কিন্তু নান খাই বিশ্ববিদ্যালয়ও এ দু'টি বিশ্ববিদ্যালয়ের মত চীনের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি। বিশ্ববিদ্যালয় ছাড়া নান খাই হাই স্কুলও আছে। চীনের সাবেক প্রধানমন্ত্রী চৌ এন লাই সেখানে লেখাপড়া করেছেন।

নান খাই বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেসিডেন্ট চিয়াং বো লিং এ বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক অবদান রেখেছেন। ১৯৫১ সালে তিনি মারা যান।

আমি মনে করি বন্ধুরা হয়তো ফ্রান্স-জার্মান যুদ্ধ সম্পর্কে জানেন। এ যুদ্ধে জার্মানির কাছে ফ্রান্স পরাজিত হয়।

আমরা জানি উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো নয়। কিন্তু ২০০৮ সালে নিউইয়র্কের ফিলাহারমোনিক অর্কেস্ট্রা উত্তর কোরিয়ায় পারফর্ম করে। এ থেকে আমরা বুঝতে পারি যে, সম্পর্ক উন্নয়নে সাংস্কৃতিক বিনিময় খুবই গুরুত্বপূর্ণ।

এলিজাবেথ টেলর ছিলেন হলিউডের বিখ্যাত একজন অভিনেত্রী। তার একটি বিখ্যাত চলচ্চিত্র হলো 'ইজিপশিয়ান বিউটিফুল কুইন'। এ চলচ্চিত্রের সময়সীমা চার ঘণ্টারও বেশি। তিনি বলেন, ভালোবাসার জন্য সবসময় সাহস প্রয়োজন।

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? আপনারা যদি 'সাহিত্য ও সংস্কৃতি' বিষয়ক কোনো কিছু জানতে বা আলোচনা করতে চান, তাহলে আমাকে চিঠি লিখবেন বা ই-মেইল করবেন। আপনাদের কাছ থেকে চমত্কার পরামর্শ আশা করছি। আর আপনাদের জানিয়ে রাখি, আমার ইমেইল ঠিকানা হলো, hawaiicoffee@163.com।

চিঠিতে প্রথমে লিখবেন, 'সাহিত্য ও সংস্কৃতি' অনুষ্ঠানের 'প্রস্তাব বা মতামত'। আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে একই দিন, একই সময় আপনাদের সঙ্গে আবারো কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়ান (জিনিয়া/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040