'সাহিত্য ও সংস্কৃতি' অনুষ্ঠান--০২২৩
  2016-02-23 16:26:38  cri

সম্প্রতি আমি একটি নতুন বই পড়েছি। বইটি আমি খুব পছন্দ করি। বইটির নাম 'টুডে ইন হিস্টোরি'। যা ইতিহাসের একই দিন বা একই তারিখের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে লিখিত।

বন্ধুরা, আপনারা কি এ বিষয়ে শুনতে আগ্রহী? তাহলে আজকের অনুষ্ঠানে ১৬ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ইতিহাসের ঘটনাগুলো আপনাদের কাছে তুলে ধরবো।

ইতিহাসের ফেব্রুয়ারি ১৬: জলবায়ু সম্পর্কিত কিয়োটো প্রটোকল আনুষ্ঠানিকভাবে কার্যকর

জলবায়ু সম্পর্কিত কিয়োটো প্রটোকল চুক্তি ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। বর্তমানে জলবায়ু পরিবর্তন বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ইস্যু। কিয়োটো প্রটোকলের লক্ষ্য হলো সারা বিশ্বের কার্বন ডাই অক্সাইডসহ গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে আনা।

ফেব্রুয়ারি ১৭: বিশ্ববিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের জন্মদিন

আমি বিশ্বাস করি, আপনারা বাস্কেটবল না খেললেও বা পছন্দ না করলেও মাইকেল জর্ডানের নাম জানেন। তিনি সাবেক মার্কিন বাস্কেটবল খেলোয়াড়। একই সঙ্গে তিনি একজন বিখ্যাত ব্যবসায়ীও। ১৭ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।

তার নেতৃত্বে শিকাগো বুলস বাস্কটবলদল বিশ্বের সেরা দলে পরিণত হয় এবং ছয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। তার একটি রেকর্ড আছে যে প্রতি গেমসের গড়পড়তা স্কোর ৩০ ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত কোনো বাস্কেটবল খেলোয়াড় এ রেকর্ড ছাড়িয়ে যেতে পারেন নি।

ফেব্রুয়ারি ১৮: ১২৯৪ (চুরানব্বই) সালের ১৮ ফেব্রুয়ারি চীনের ইউয়ান রাজবংশের সম্রাট কুবলাই খান মারা যান।

এ ছাড়া, ১৯৩৩ সালের ১৮ ফেব্রুয়ারি বিখ্যাত শিল্পী ইয়োকো ওনো লেনন জন্মগ্রহণ করেন। তার স্বামী হলেন বিশ্ববিখ্যাত শিল্পী জন লেনন।

১৯২২ সালের ১৮ ফেব্রুয়ারি প্রথম অস্কার পুরস্কারের তালিকা প্রকাশিত হয়। তখন এর নাম ছিলো একাডেমি অ্যাওয়ার্ড।

১৯ ফেব্রুয়ারির কোনো ঘটনা জানতে পারি নি।

তার পর ১৮৭৭ সালের ২০ ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ ব্যালে নৃত্য-নাট্য সোয়ান লেক মস্কো নাট্যশালায় আত্মপ্রকাশ করে।

১৮৭২ সালের ২০ ফেব্রুয়ারি বিখ্যাত নিউইয়র্কের মেট্রোপলিটন আর্ট মিউজিয়াম আনুষ্ঠানিকভাবে খোলা হয়।

১৯৭২ সালে ২১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন চীন সফর করেন। তার ওই সফর চীন ও যুক্তরাষ্ট্রের ইতিহাসের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

এ ছাড়া, আপনারা নিশ্চয়ই জানেন যে, ২১ ফেব্রুয়ারি হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

১৯৫২ সালের এই দিনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন বাঙালি তরুণ শহীদ হন। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে।

১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? আপনারা যদি 'সাহিত্য ও সংস্কৃতি' বিষয়ক কোনো কিছু জানতে বা আলোচনা করতে চান, তাহলে আমাকে চিঠি লিখবেন বা ই-মেইল করবেন। আপনাদের কাছ থেকে চমৎকার পরামর্শ আশা করছি। আর আপনাদের জানিয়ে রাখি, আমার ইমেইল ঠিকানা হলো, hawaiicoffee@163.com।

চিঠিতে প্রথমে লিখবেন, 'সাহিত্য ও সংস্কৃতি' অনুষ্ঠানের 'প্রস্তাব বা মতামত'। আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে একই দিন, একই সময় আপনাদের সঙ্গে আবারো কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়ান (জিনিয়া/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040