বিশ্ব বেতার দিবস : দুর্যোগের সময় এবং জরুরী মুহুর্তে বেতার
  2016-02-19 15:59:27  cri


১৩ ফেব্রুয়ারি ছিলো বিশ্ব বেতার দিবস। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।

শিক্ষার অগ্রসরতা ও প্রসার এবং প্রাকৃতিক দুর্যোগের সময় গুরুত্বপূর্ণ তথ্য প্রচারসহ নানা ক্ষেত্রে বেতারের ভূমিকা তুলে ধরার উদ্দেশ্য ২০১১ সালে ইউনেস্কো এ দিবসটি ঘোষণা করে। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি ছিলো প্রথম বিশ্ব বেতার দিবস। চলতি বছর পঞ্চমবারের মত দিবসটি পালিত হয়। বিশ্ব বেতার দিবসের এ বছরের প্রতিপাদ্য ছিলো 'দুর্যোগের সময় এবং জরুরী মুহুর্তে বেতার'।

দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাণীতে বলেছেন, দুর্যোগ দুর্বিপাকে বেতারের বিরামহীন সম্প্রচার মানুষকে সঠিক দিক নির্দেশনা দেয়। গ্রাম-গঞ্জ ও দূর্গম এলাকায় এখনও বেতার তথ্য আদান প্রদানে গুরুত্বপূর্ণ গণমাধ্যম হিসেবে কাজ করছে।

বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সারাবিশ্বে বেতার এখনও অন্যতম জনপ্রিয় গণমাধ্যম। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে গণমানুষকে উদ্বুদ্ধ ও উত্সাহিত করতে বেতার শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করছে।

দিবসটি উপলক্ষ্যে চীন আন্তর্জাতিক বেতারকে (সিআরআই) দেওয়া এক সাক্ষাত্কারে বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু (এমপি) আর তথ্যমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম চীন আন্তর্জাতিক বেতারের মনিটর দিদারুল ইকবালকে সাক্ষাত্কার দেন।

বন্ধুরা, অনুষ্ঠানটি শুনুন। (ইয়ু / মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040