চলুন দেখে আসি চীনের ছাং ছুন শহর ও ছাং বাই পর্বতমালা
  2016-02-12 18:53:30  cri

ছাং ছুন শহর চীনের চিলিন প্রদেশের রাজধানী। শহরের আয়তন ২০ হাজার ৬০৪ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ৭৪ লাখ ৫৯ হাজার। চীনা মানুষের সামনে 'ছাং ছুন' নাম উচ্চারণ করলেই তাদের মনে পড়বে চলচ্চিত্রের কথা। ১৯৪৬ সালের পয়লা অক্টোবর চীনের প্রথম ফিল্ম স্টুডিও এখানে প্রতিষ্ঠিত হয়। সুতরাং বলা যায়, এটা নয়াচীনের চলচ্চিত্রের সূতিকাগার। নয়াচীনের চলচ্চিত্র ইতিহাসের ৭টি প্রথম ছবির শ্যুটিং এখানে হয়। এখানকার ফিল্ম স্টুডিওতে পর পর নয় শতাধিক চলচ্চিত্রের শুটিং হয়। এ ছাড়া, এখানে অসংখ্য তথ্যচিত্র, বিজ্ঞানভিত্তিক তথ্যচিত্র, কার্টুন ও টিভি সিরিজের শুটিংও হয়েছে এখানে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, বিদেশী চলচ্চিত্র অনুবাদ করার ক্ষেত্রেও ছাং ছুন ফিল্ম স্টুডিও'র বিরাট অবদান রয়েছে। বিভিন্ন দেশের সহস্রাধিক চলচ্চিত্র এখানে চীনা ভাষায় অনূদিত হয়েছে। বর্তমানে পুরনো স্টুডিওটি পর্যটকদের হটস্পটে পরিণত হয়েছে। এখানে পর্যটকরা চলচ্চিত্র তৈরির প্রক্রিয়া ও সংশ্লিষ্টচলচ্চিত্র বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন। এ ছাড়া দর্শকরা চলচ্চিত্রের ডাবিং-এও অংশ নিতে পারেন।

এখানে চিত্তবিনোদনের বিভিন্ন ব্যবস্থাও আছে। পর্যটকরা একটি একটি উড়ন্ত কার্পেটে বসে ভার্চুয়ালি ২০টিরও বেশি দেশে বেড়াতে যেতে পারেন। এ ছাড়া, উন্নত প্রযুক্তি ব্যবহার করে তারা পরীক্ষামূলকভাবে চলচ্চিত্র শুটিংও করতে পারেন। এখানে আপনি চাইলে নিজের একটি ভিডিও অ্যালবাম তৈরি করে নিতে পারেন।

ছাংছুন চলচ্চিত্র উত্সবের জন্যও জায়গাটি বিখ্যাত। ছাংছুন গাড়ির সুখ্যাতিও কম নয়। China FAW(First Automotive Works) Group Corporation এখনও চীনের নেতৃস্থানীয় একটি প্রতিষ্ঠান।

ছাংছুন থেকে বেইজিং, কুয়াংচৌ, শাংহাই, শেনজেন এবং দক্ষিণ কোরিয়াগামী ২০টিরও বেশি দেশি-বিদেশি ফ্লাইট চালু আছে।

শহরটির রেলপথ উত্তর-পূর্বাঞ্চলের তৃতীয় দীর্ঘতম। দ্রুতগতির ট্রেনে করে ছাংছুন থেকে বেইজিং যেতে মাত্র সাড়ে তিন ঘন্টা লাগে। ট্রেনে করে হারবিন বা শেনইয়াং যেতে লাগে মাত্র ৫০ মিনিট।

দর্শনীয় স্থান

Changchun Movie Wonderland শহরটির একটি চলচ্চিত্র থিম পার্ক। এখানে ফোর-ডি ফিল্মস, ত্রিমাত্রিক জল-পর্দা সিনেমা, Laser suspended film এবং Dynamic ball screen film পর্যটকদের জন্য বড় আকর্ষণ। ছাংছুন মুভি ওয়ান্ডারল্যান্ডকে "প্রাচ্যের হলিউড" ডাকা হয়। প্রতি বছরের পয়লা এপ্রিল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত, ওয়ান্ডারল্যান্ডের টিকিটের দাম ২৪০ ইউয়ান। বিকেল ৪টার পর দাম অর্ধেক হয়ে যায়। আর পয়লা নভেম্বর থেকে পরবর্তী বছরের ৩১ মার্চ পর্যন্ত টিকিটের দাম হয় ১৯৮ ইউয়ান এবং বিকেল ৩টার পর দাম অর্ধেক হয়ে যায়। এ ছাড়া প্রতি মঙ্গলবারও টিকিটের দাম অর্ধেক থাকে।

ছাংছুন শহরে পুতুল মাঞ্চুরিয়া সরকারের আমলের ধ্বংসাবশেষ রয়েছে। 'পুতুল প্রাসাদ' ছিল চীনের ছিং রাজবংশের সর্বশেষ সম্রাট পু ই'র প্রাত্যহিক জীবন ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনার স্থান। এখানে প্রবেশ করতে ৮০ ইউয়ান দিয়ে টিকিট কাটতে হবে। এক টিকিটে 'পুতুল প্রাসাদ' ছাড়া অন্য দুটো স্থানও পরিদর্শন করা যায়।

বো রে সি অর্থাত্ প্রজনা মন্দির ছাংছুন শহরের বৃহত্তম বৌদ্ধ মন্দির। পাশাপাশি উত্তর-পূর্ব চীনের ৪টি বিখ্যাত বৌদ্ধ মন্দিরের একটি এটি। চান্দ্রপঞ্জিকায় চতুর্থ মাসের অষ্টম, অষ্টাদশ ও ২৮তম দিনে এখানে মন্দির মেলা অনুষ্ঠিত হয়।

ট্রেনে করে ছাংছুন শহর থেকে প্রায় ১৫ মিনিট দূরে ছাং বাই শান বা ছাং বাই পর্বতমালা পরিদর্শনে যাওয়া যায়। এটা একটা সুপ্ত আগ্নেয়গিরি। ষষ্ঠদশ শতাব্দী থেকে মোট তিনবার এখানে অগ্ন্যুত্পাত হয়েছে। এখানে পর্বতের চূড়া থেকে তলদেশ পর্যন্ত ৪টি ল্যান্ড-স্কেপ জোন আছে। এ ধরনের ল্যান্ড-স্কেপ গোটা বিশ্বে খুবই বিরল। এখানে একটি পর্বত এলাকায় চারটি ঋতু আছে এবং দশ মাইলের মধ্যে ভিন্ন ভিন্ন প্রাকৃতিক দৃশ্য লক্ষ্যণীয়।

এ ছাড়া ছাং বাই পর্বতমালা একটি প্রাকৃতিক জাদুঘরও বটে। এখানে উত্তর-পূর্ব চীনের তিনটি প্রাকৃতিক সম্পদ আছে: জিনসেং, মার্টেন ও হরিণের সশাখ শৃঙ্গ। এ ছাড়া ছাং বাই পর্বতমালা শুধু চীনের রাষ্ট্রীয় পর্যায়ের সংরক্ষণ অঞ্চল তাই নয়, এটি ইউনেস্কোর প্রাকৃতিক জীবমণ্ডল সুরক্ষা নেটওয়ার্কের আওতাভুক্তও বটে।

ছিং রাজবংশ সময়পর্বে এ অঞ্চলটিকে পবিত্র স্থান হিসেবে গণ্য করা হতো। (খোং চিয়া চিয়া/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040