বেইজিং-ম্যানিলা সম্পর্ক ভবিষ্যতে উন্নত হবে: ফিলিপিন্সের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রীর আশাবাদ
  2016-02-11 18:33:07  cri
ফেব্রুয়ারি ১১: বেইজিং-ম্যানিলা সম্পর্ক ভবিষ্যতে উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন ফিলিপিন্সের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী অ্যালবার্ট দেল রোজারিও। তিনি গতকাল (বুধবার) ম্যানিলায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে বার্ষিক গেট-টুগেদারে এ আশাবাদ প্রকাশ করেন।

তিনি বলেন, চীন ও ফিলিপিন্সের মধ্যে বিভিন্ন ইস্যুতে মতভেদ আছে। কিন্তু তারপরও দু'দেশের সম্পর্ক ইতিবাচক ধারায়-ই প্রবাহিত হবে।

উল্লেখ্য, সম্প্রতি ৭৬ বছর বয়সী রোজারিও প্রেসিডেন্ট আকিনোর কাছে পদত্যাগপত্র বেশ করেন। তার পদত্যাগপত্র প্রেসিডেন্ট গ্রহণ করেছেন এবং তা আগামী ৭ মার্চ থেকে কার্যকর হবে। (নীলাম্বর/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040