উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা সম্প্রসারণের সিদ্ধান্ত জাপানের
  2016-02-11 17:55:53  cri
ফেব্রুয়ারি ১১: উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে জাপান। গতকাল (বুধবার) দেশটির মন্ত্রিসভার মুখ্যসচিব ইয়োসিহিদে সুগা সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, উত্তর কোরিয়ার সাম্প্রতিক কার্যকলাপ উত্তর-পূর্ব এশিয়া তথা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এবং জাপানের নিরাপত্তার প্রতি সুস্পষ্ট হুমকি সৃষ্টি করেছে।

তিনি জানান, নতুন সিদ্ধান্ত অনুসারে ২০১৪ সালে তুলে-নেওয়া কিছু নিষেধাজ্ঞা নতুন করে বলবত করা হবে। তা ছাড়া, নতুন সিদ্ধান্তে উত্তর কোরিয়ার বন্দরে নোঙ্গর-করা তৃতীয় কোনো দেশের জাহাজকে জাপানের জলসীমায় ঢুকতে না-দেওয়া এবং জাপান থেকে উত্তর কোরিয়ায় ৮৭০ ডলারের বেশি রেমিটেন্স পাঠানো নিষিদ্ধ করার মতো বেশকিছু ব্যবস্থাও গ্রহণ করার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, উত্তর কোরিয়া গত রোববার 'লাইট স্টার-৪' কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে। জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশ এর তীব্র নিন্দা জানায়। (নীলাম্বর/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040