গেল দশ বছরে সামুদ্রিক রেশমপথসংলগ্ন দেশগুলোর সাথে চীনের বাণিজ্য ১৮.২ শতাংশ বেড়েছে
  2016-02-11 17:02:56  cri
ফেব্রুয়ারি ১১: গেল দশ বছরে চীনের সাথে সামুদ্রিক রেশমপথসংলগ্ন দেশগুলোর বাণিজ্যিক লেনদেন বেড়েছে ১৮.২ শতাংশ। এই বৃদ্ধির আর্থিক মূল্য চীনের মোট বৈদেশিক বাণিজ্যের ১৪.৬ শতাংশ।

এ ছাড়া, এ সময়কালে দেশগুলোতে চীনা শিল্প-প্রতিষ্ঠানগুলোর সরাসরি বিনিয়োগ ২৪ কোটি থেকে বেড়ে ৯২৭ কোটি মার্কিন ডলারে দাঁড়ায়। এ ক্ষেত্রে বছরে গড়ে প্রবৃদ্ধি হয়েছে ৪৪ শতাংশ।

চীনের জাতীয় সমুদ্র ব্যুরোর মহাপরিচালক ওয়াং হং জানান, ২০১৬ সালে চীন অব্যাহতভাবে 'এক অঞ্চল, এক পথ' কৌশল বাস্তবায়ন করতে থাকবে; 'চীন-আসিয়ান সমুদ্র সহযোগিতা কেন্দ্র' ও 'পূর্ব এশিয়া সমুদ্র সহযোগিতা প্ল্যাটফর্ম' প্রতিষ্ঠা করবে; এবং আফ্রিকান দেশগুলোর সাথে সমুদ্র সহযোগিতা আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040