পঞ্চম প্রজন্মের জঙ্গিবিমান উত্পাদন নিয়ে রুশ-ভারত আলোচনা পুনরায় শুরু
  2016-02-11 16:50:54  cri
ফেব্রুয়ারি ১১: প্রায় এক বছর স্থবির থাকার পর, আজ (বৃহস্পতিবার) আবারও পঞ্চম প্রজন্মের জঙ্গিবিমান উত্পাদন ও গবেষণা নিয়ে রুশ-ভারত আলোচনা নয়া দিল্লিতে শুরু হয়েছে। আলোচনার জন্য রাশিয়ার একটি উচ্চপদস্থ প্রতিনিধিদল সম্প্রতি ভারতের রাজধানী পৌঁছায়।

এদিকে, রাশিয়া 'পঞ্চম প্রজন্মের জঙ্গিবিমান' প্রকল্পের আওতায় একটি নতুন প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুসারে, দেশটি ভারতকে তিনটি 'সুখই টি-৫০' জঙ্গিবিমান এবং এর প্রযুক্তিগত তথ্য-উপাত্ত সরবরাহ করবে। এ জন্য ভারতকে পরিশোধ করতে হবে ৩৭০ কোটি ডলার। এর আগে এ অংকটি ছিল ৬০০ কোটি ডলার।

উল্লেখ্য, রাশিয়ার 'সুখই টি-৫০' জঙ্গিবিমানের ভিত্তিতে দু'দেশের যৌথ গবেষণায় তৈরি হবে পঞ্চম প্রজন্মের জঙ্গিবিমান। (ছাই/আলিম

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040