জিকা ভাইরাসের হুমকি মোকাবিলায় সাহায্য করবে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা
  2016-02-10 19:24:32  cri
ফেব্রুয়ারি ১০: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জিকা ভাইরাসের হুমকি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা দেবে। এফএও'র মহা-পরিচালক হোসে জি. ডি. সিলভা গতকাল (মঙ্গলবার) এ ঘোষণা দেন।

তিনি বলেন, বিশ্বব্যাপী যাতে এ ভাইরাস ছড়িয়ে পড়তে না-পারে, সে জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সমস্যা শুধু মানুষের স্বাস্থ্যের সাথে নয়, বরং খাদ্য নিরাপত্তার সাথেও জড়িত।

তিনি আরও বলেন, এ ভাইরাসের বিস্তার রোধের কার্যকর উপায় হল মশার আক্রমণ থেকে বাঁচা। এডিস মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে বলেও তিনি অভিমত প্রকাশ করেন। এ প্রসঙ্গে তিনি বদ্ধ পানিতে এডিস মশার বংশবৃদ্ধির তথ্যটি নতুন করে তুলে ধরেন এবং এ ব্যাপারে সকলকে সচেতন হবার আহ্বান জানান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040