মালয়েশিয়ায় সঙ্গে বাংলাদেশের সমঝোতাস্মারক স্বাক্ষর দু'সপ্তাহের মধ্যে
  2016-02-09 18:48:21  cri
মালয়েশিয়ায় ১৫ লাখ কর্মী পাঠানোর বিষয়ে দু'সপ্তাহের মধ্যে সমঝোতাস্মারক সাক্ষরিত হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

মঙ্গলবার ইস্কাটনে প্রবাসী কল্যাণমন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। এছাড়া মালয়েশিয়া বাংলাদেশের অবৈধ কর্মীদের বৈধ করে নেবে বলেও জানান মন্ত্রী। কর্মী পাঠাতে সরকারের সহযোগী হিসেবে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলো কাজ করবে জানিয়ে তিনি বলেন, মালয়েশিয় সরকারের কাছে তাদের একটি তালিকা পাঠানো হবে। এর আগে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সরাকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠাতে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতাস্মারকের খসড়ায় অনুমোদন দেয় মন্ত্রিসভা।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040