উত্তর কোরিয়ার বিরুদ্ধে অবরোধ কঠোরতর করার ব্যাপারে ওবামা-পার্ক-আবে মতৈক্য
  2016-02-09 18:38:11  cri
ফেব্রুয়ারি ৯: উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে কঠোরতর অবরোধ আরোপের ব্যাপারে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট পার্ক গেউন-হাই এবং জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। বিষয়টি নিয়ে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট আজ (মঙ্গলবার) ওবামা ও আবের সঙ্গে আলাদাভাবে টেলিফোনে কথা বলেন।

ফোনালাপে আবে বলেন, উত্তর কোরিয়ার সাম্প্রতিক কৃত্রিম উপগ্রহ উত্ক্ষেপণের বিষয়টি যুক্তরাষ্ট্র ও জাপানের জন্যও সরাসরি হুমকিস্বরূপ। ফোনালাপের সময় মার্কিন প্রেসিডেন্ট ওবামা ও দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট পার্ক গেউন-হাইও উত্তর কোরিয়ার তত্পরতা প্রশ্নে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ব্যাপারে একমত হন।

এদিকে, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফস্‌ অব স্টাফের চেয়ারম্যান জোসেফ এফ ডানফোর্ড কয়েকদিনের মধ্যে হাওয়াইতে জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তাদের সঙ্গে উত্তর কোরিয়ার সাম্প্রতিক উপগ্রহ উত্ক্ষেপণ নিয়ে আলোচনা করবেন বলেও জানা গেছে। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040