শান্তিরক্ষীদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ: বিশেষ সমন্বয়কারী নিয়োগ করলেন বান কি-মুন
  2016-02-09 18:28:05  cri
ফেব্রুয়ারি ৯: শান্তিরক্ষীদের বিরুদ্ধে উত্থাপিত যৌন হয়রানির বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ যেসব ব্যবস্থা গ্রহণ করেছে, সেগুলো কার্যকর করতে মার্কিন নিরাপত্তা বিশেষজ্ঞ জেইন হল লুতকে বিশেষ সমন্বয়কারী নিয়োগ করেছেন মহাসচিব বান কি-মুন। গতকাল (সোমবার) জাতিসংঘের একজন মুখপাত্র সাংবাদিকদের এ তথ্য জানান। জেইন ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

জাতিসংঘ মুখপাত্র সাংবাদিকদের আরও জানান, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষীদের বিরুদ্ধে সাধারণ নাগরিকদের যৌন হয়রানি করার যে অভিযোগ উঠেছে, মহাসচিব তা যথাযথভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি জাতিসংঘ এক বিবৃতিতে জানায়, ২০১৫ সালে বিশ্বব্যাপী শান্তিরক্ষীদের বিরুদ্ধে অন্তত ৬৯টি যৌন হয়রানির অভিযোগ ওঠে। এসব অভিযোগের মধ্যে ২২টি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে। অবশ্য, এর বিবৃতি প্রকাশিত হবার পরও আরও কিছু অভিযোগ উঠেছে। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040