নারায়ণগঞ্জে সাতখুন মামলায় বিচার শুরু
  2016-02-08 18:55:17  cri
নারয়ণগঞ্জে সাতখুন মামলার বিচারকাজ শুরু হয়েছে। সোমবার দুটি মামলায় আদালত প্রধান আসামী নুর হোসেনসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। আগামী ২৫ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

৩৫ আসামীর মধ্যে নুর হোসেন, তারেক সাঈদ, মেজর আরিফ ও রানাসহ ২৩ জন অভিযোগ গঠনের সময় আদালতে হাজির ছিলেন। বাকি ১২ জন পলাতক। ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্যানেল মেয়র নজরুল ইসলাম, সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণের পর হত্যা করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নুর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040