বাংলাদেশ থেকে ৩ বছরে ১৫ লাখ কর্মী নেবে মালয়েশিয়া
  2016-02-08 18:51:24  cri
মালয়েশিয়া আগামী ৩ বছরে বাংলাদেশ থেকে ১৫ লাখ কর্মী নেবে। জি টু জি প্লাস পদ্ধতিতে সম্পন্ন হবে এ নিয়োগ। এজন্য খরচ পড়বে মাথাপিঁছু ৩৪ থেকে ৩৭ হাজার টাকা। আর ব্যয় বহন করবে নিয়োগদাতা কর্তৃপক্ষ।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত সমঝোতাপত্রে অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম জানান, বনায়ন, সেবা, ম্যানুফ্যাকচারিং ও অবকাঠামোখাতে বাংলাদেশ থেকে কর্মী নেবে মালয়েশিয়া। চুক্তি অনুযায়ী মালয়েশিয়া অনলাইনে চাহিদাপত্র পাঠাবে, সে অনুযায়ী সরকার ডাটাবেজ থেকে কর্মী পাঠাবে। আর এসব কাজে সহায়তা দেবে বেসরকারি জনশক্তি রপ্তানিকারকরা।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040