চীনের 'বানরবর্ষ' ও বসন্ত উত্সব
  2016-02-08 18:19:57  cri

আজ (সোমবার) চীনের চান্দ্রপঞ্জিকা অনুসারে নববর্ষের প্রথম দিন। নতুন বছর পরিচিত হবে 'বানরবর্ষ' হিসেবে। চীনের চান্দ্রপঞ্জিকা অনুসারে ১২টি মাস ১২টি প্রাণীর নামে নামকরণ করা হয়েছে। অর্থাত ১২ বছর পর আবারও ফিরে এসেছে 'বানরবর্ষ'। বরাবরের মতোই চীনে নতুন বছরের প্রথম দিন বিভিন্ন আচার-অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়; পালন করা হয় বসন্ত উত্সব।

বেইজিংয়েও দেশের অন্যান্য স্থানের মতো বসন্ত উত্সব পালিত হয়। মন্দির মেলায় বেড়ানো বেইজিংবাসীর নববর্ষ উদযাপনের ঐতিহ্যবাহী পদ্ধতি। এসব মেলায় হস্তশিল্প, হাল্কা খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষকে আনন্দ দেয়।

বসন্ত উত্সবে বেইজিংবাসীরা মন্দির মেলায় ঘুরে বেড়ায়, আর কুয়াংচৌবাসীদের সবচেয়ে প্রিয় শখ ফুলের মেলায় ঘুরে বেড়ানো। শহরের সবচেয়ে ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির মহাসম্মেলন হিসেবে এখানে বার্ষিক ফুলের মেলা বসে। চলতি বছরের বসন্ত উত্সব চলাকালে দৈনিক ২০ টনেরও বেশি টাটকা ফুল বিমানে করে কুয়াংচৌর বিভিন্ন জায়গার ১১টি ফুলবাজারে আসে। কুয়াংচৌ ফুলের মেলার সাংগঠনিক কমিটির সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা সিয়ে হাই থাও বলেন, চলতি বছর ফুলের মেলায় শুধু ফুল কেনা যাচ্ছে তা নয়, মেলায় বিভিন্ন ধরনের লোকশিল্পের প্রদর্শনীও চলছে।

সিছুয়ান প্রদেশের জি গোং-এ ঐতিহ্যবাহী লণ্ঠন প্রদর্শনী পর্যটকদের আকর্ষণ করে। ৯টি দর্শনীয় স্থানে মোট ১২৮ সেট রঙিন লণ্ঠন রাতের আকাশকে সুন্দর করে সাজিয়েছে। হংকংয়ে ড্রাগন ও সিংহ নাচও পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের আকর্ষণ করে থাকে। ম্যাকাওয়ে ঐতিহ্যবাহী প্যারেড ছাড়াও আছে, নববর্ষের আগের দিন রাতে দশ-বারটি জায়গায় ৯৯৯৯টি গোলাপাকৃতির বাতি ও ত্রিমাত্রিক রশ্মি-প্রদর্শনী। এসব মিলে এখানে সৃষ্টি হয় রোমান্টিক পরিবেশ।

বসন্ত উত্সবের বিভিন্ন আয়োজন চীনে বসবাসরত বিদেশিদেরও আকর্ষণ করে। ইয়ুন নান প্রদেশের তা লি-এর বিদেশি শিক্ষার্থীরা তাদের ব্যতিক্রম নয়। তাদের কেউ কেউ চীনাদের অনুকরণে বছরের শেষ দিনের রাতে বিশেষ ডিনারেও অংশ নেন।

চীনের বসন্ত উত্সবের অত্যাবশ্যকীয় অনুষঙ্গ আতশবাজি। তবে এবার পরিবেশের কথা চিন্তা করে উত্সবের সময় তুলনামূলকভাবে কম আতশবাজি পোড়ানো হয়েছে। এ ব্যাপারে সরকার আগেভাগেই কিছু ব্যবস্থা গ্রহণ করায়, এবার আতশবাজির বিক্রি যেমন কমেছে, তেমনি এর ব্যবহারও কমেছে।

ঐতিহ্যবাহী যে-কোনো রীতিনীতিই একটি জাতির ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তবে, সময়ের পরিবর্তনের সাথে সাথে এবং সময়ের প্রয়োজনেই এই রীতিনীতিতে পরিবর্তন ঘটতে পারে। চীনের বসন্ত উত্সবও এর ব্যতিক্রম নয়। তবে হ্যা, একটা বিষয় সম্ভবত কখনও পরিবর্তিত হয় না, আর সেটা হচ্ছে: সাংস্কৃতিক চেতনা এবং মানুষে-মানুষে মিলনের আকাঙ্খা। বসন্ত উত্সব সে-চেতনার ধারক ও মিলনের আকাঙ্খা পূরণের মাধ্যম হয়ে টিকে আছে বছরের পর বছর ধরে এবং ভবিষ্যতেও টিকে থাকবে। (প্রেমা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040