তাইওয়ানের ভূমিকম্পদুর্গতদের সাহায্যার্থে চীনের মূল ভূখণ্ডের বিভিন্ন মহলের উদ্যোগ
  2016-02-08 18:18:44  cri

ফেব্রুয়ারি ৮: তাইওয়ানের সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা দিতে চীনের মূল ভূখণ্ডের বিভিন্ন মহল বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে। চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয় ও তাইওয়ান প্রণালীর দু'পারের সম্পর্ক সমিতি গতকাল (রোববার) এ ব্যাপারে তাইওয়ানের মূল ভূখণ্ড কর্মকমিটি ও তাইওয়ান প্রণালীর বিনিময় ফাউন্ডেশনের সাথে যোগাযোগও করেছে।

এদিকে, চীনের মূল ভূখণ্ডের জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিটি ও ভূমিকম্প ব্যুরো ভূমিকম্পদুর্গতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। দু'পারের চিকিত্সা ও স্বাস্থ্য সহযোগিতা চুক্তি ও ভূমিকম্প তত্ত্বাবধান সহযোগিতা চুক্তির আওতায় সংস্থাদুটো কাজ করছে বলেও জানা গেছে। চীনের মূলভূখণ্ড থেকে তাইওয়ানে ত্রাণ ও চিকিত্সাদল পাঠানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে।

ওদিকে, ব্যাংক অব চায়নার তাইপেই শাখা, যোগাযোগ ব্যাংকের তাইপেই শাখা, চীনের যন্ত্রপাতি ও বৈদ্যুতিক পণ্য আমদানি ও রপ্তানি চেম্বারের তাইপেই কার্যালয়, ও সিয়ামেন এয়ারলাইন্সের তাইপেই শাখা আলাদাভাবে ভূমিকম্পদুর্গতদের জন্য সাহায্য দেওয়ার প্রস্তুতি নিয়েছে। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040