তাইওয়ানের ভূমিকম্পদুর্গতদের প্রতি সমবেদনা জানালেন প্রেসিডেন্ট সি চিন পিং
  2016-02-08 18:06:47  cri

ফেব্রুয়ারি ৮: সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তাইওয়ানের স্বদেশিদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। গতকাল (রোববার) প্রকাশিত এক বিবৃতিতে ভূমিকম্পদুর্গতদের জন্য উদ্বেগও প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে সি চিন পিং আরও বলেন, তাইওয়ান প্রণালীর দু'পারের বাসিন্দারা একই পরিবারের সদস্য। তিনি দুর্গতদের সবধরনের সাহায্য-সহযোগিতা দেওয়ার ব্যাপারে চীনের মূল ভূখণ্ডের আগ্রহের কথাও উল্লেখ করেন।

এদিকে, আজ (সোমবার) সকাল ৯টা পর্যন্ত ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৭-এ। নিহতদের মধ্যে ১০টি শিশুও রয়েছে। তাইনান শহরের দমকল ব্যুরো এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ভোরে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে রিখটার স্কেলে ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে স্থানীয় বাসিন্দাদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040