উত্তর কোরিয়ার টহল-জাহাজের দক্ষিণ কোরীয় জলসীমায় প্রবেশের অভিযোগ
  2016-02-08 16:41:38  cri
ফেব্রুয়ারী ৮: উত্তর কোরিয়ার একটি টহল-জাহাজ দক্ষিণ কোরিয়ার জলসীমায় অবৈধভাবে প্রবেশ করেছে বলে অভিযোগ তুলেছে সিউল। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর হস্তক্ষেপের পর জাহাজটি নিজস্ব জলসীমায় ফিরে যায় বলেও দক্ষিণ কোরীয় সশস্ত্র বাহিনী সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, আজ (সোমবার) স্থানীয় সময় সকালে টহল-জাহাজটি সামুদ্রিক সীমান্ত অতিক্রম করে দক্ষিণ কোরিয়ার জলসীমায় প্রবেশ করে। এর আগে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর একাধিক সতর্কবার্তাকে উপেক্ষা করে জাহাজটি। তবে, জাহাজটি সীমান্তরেখা অতিক্রম করলে দক্ষিণ কোরীয় নৌবাহিনী সেটিকে লক্ষ্য করে অন্তত ৫ বার কামানের গোলা বর্ষণ করে। এতে জাহাজটি উত্তর কোরীয় জলসীমায় ফিরে যায়।

উল্লেখ্য, সামুদ্রিক সীমানা নিয়ে দুই কোরিয়ার মধ্যে মতভেদ রয়েছে। দক্ষিণ কোরিয়া সমুদ্রে যে সীমান্তরেখা টেনেছে, উত্তর কোরিয়া বরাবরই তা মানতে অস্বীকার করে আসছে। (নীলাম্বর/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040