আস্‌তানায় কাজাখ প্রেসিডেন্টের সঙ্গে তুর্কি প্রধানমন্ত্রীর বৈঠক; দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ঐকমত্য
  2016-02-07 19:39:18  cri

ফেব্রুয়ারি ৭: গতকাল (শনিবার) আস্‌তানায় কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভের সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী আমহেত দাভুটোগলু এক বৈঠকে মিলিত হন। এসময় দু'নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ব্যাপারে একমত হন। তারা উন্নয়ন, রাজনীতি, জ্বালানি, অবকাঠামোসহ নানা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও করেন।

বৈঠকে নাজারবায়েভ বলেন, স্বাধীন হবার পর থেকেই কাজাখস্তান দু'দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে ও বন্ধুত্ব জোরদার করতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে আসছে। দু'দেশের নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে দ্বিপক্ষীয় সম্পর্ক বিকশিতও হয়েছে। তুরস্কের সাথে সম্পর্ককে কাজাখস্তানের জন্য গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে তিনি বলেন, তার দেশ কোনো অবস্থাতেই আঙ্কারার সাথে সহযোগিতার সম্পর্ক নষ্ট করবে না।

কাজাখ প্রেসিডেন্ট আরও বলেন, তুরস্ক বর্তমানে যে জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা করছে, তার খানিকটা প্রভাব তার দেশের ওপরও পড়ছে। সিরিয়া ও ইরাক পরিস্থিতি প্রমাণ করেছে যে, মুসলমানদের মধ্যে সংহতির অভাব রয়েছে। তিনি এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায় খুঁজে বের করতে মুসলিম নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

এ ছাড়া, রুশ-তুর্কি সম্পর্কের তিক্ততা প্রসঙ্গে নাজারবায়েভ বলেন, এর নেতিবাচক প্রভাব কাজাখস্তানের ওপরও পড়ছে। কারণ, দুটি দেশই কাজাখস্তানের মিত্র ও সহযোগী। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040