বাংলাদেশে মসলিনের সোনালি যুগ ফিরিয়ে আনার প্রত্যয় গবেষকদের
  2016-02-07 19:01:28  cri
মসলিনের সোনালী যুগ আবারও বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন গেবষকরা।

দীর্ঘ দু'বছর গবেষণার পর দৃকের গবেষকরা ৩০০ কাউন্টের মসলিন সুতা উৎপাদন করতে পেরেছেন। মোঘল আমলে ব্যবহৃত সবচেয়ে ভালোমানের ৪০০ কাউন্টের সুতা তৈরি করতে পারবেন বলে আশা তাদের। আর মসলিনের মেধাসত্ব পেলে বাণিজ্যিকভাবে বাংলাদেশ লাভবান হবে বলে মনে করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. মুস্তাফিজুর রহমান।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040