উত্তর কোরিয়ার উপগ্রহ উৎক্ষেপণ: সংশ্লিষ্ট পক্ষগুলোকে শান্ত থাকার আহ্বান জানালো চীন
  2016-02-07 18:27:26  cri
ফেব্রুয়ারী ৭: উত্তর কোরিয়ার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রেক্ষাপটে সংশ্লিষ্ট সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (রোববার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান।

মুখপাত্র বলেন, সংশ্লষ্ট সকল পক্ষের উচিত কোরীয় উপদ্বীপ পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে এমন সবধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা।

তিনি আরও বলেন, মহাকাশ নিয়ে শান্তিপূর্ণভাবে গবেষণা করার অধিকার উত্তর কোরিয়ার আছে। তবে মনে রাখতে হবে যে, এ অধিকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত দ্বারা সীমাবদ্ধ। আন্তর্জাতিক সমাজের বিরোধিতা উপেক্ষা করে উপগ্রহ উত্ক্ষেপণের ক্ষেত্রে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহারে চীন অসন্তুষ্ট বলেও উল্লেখ করেন চীনের মুখপাত্র। এসময় তিনি উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিসংক্রান্ত ছয় জাতির আলোচনা পুনরায় শুরুর ওপরও গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, আজ (রোববার) সকালে উত্তর কোরিয়ার কেন্দ্রীয় টেলিভিশন একটি কৃত্রিম উপগ্রহ মহাশূন্যে পাঠানোর খবর প্রচার করে। (নীলাম্বর/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040