চলতি মাসেই তালিবান-আফগান সরাসরি আলোচনার তারিখ নির্ধারণের সম্ভাবনা
  2016-02-07 18:17:25  cri

ফেব্রুয়ারি ৭: চলতি মাসেই তালিবানের সাথে আফগান সরকারের সরাসরি শান্তি-আলোচনার দিনক্ষণ ঠিক করার ব্যাপারে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে একমত হয়েছেন আফগানিস্তান, চীন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের আলোচকরা। গতকাল (শনিবার) ইসলামাবাদে আফগান সমস্যাসংক্রান্ত চারদেশীয় গ্রুপের তৃতীয় দফা বৈঠকশেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য উল্লেখ করা হয়।

বৈঠকে গ্রুপের পরবর্তী আলোচনা ২৩ ফেব্রুয়ারি আফগানিস্তানের রাজধানী কাবুলে অনুষ্ঠিত হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আইজাজ আহমাদ চৌধুরী, আফগানিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হেকমাত খলিল কারজাই, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফগানবিষয়ক বিশেষ দূত তেং সি চুন, এবং যুক্তরাষ্ট্রের আফগান ও পাকিস্তানবিষয়ক বিশেষ দূত রিচার্ড ওলসন অংশগ্রহণ করেন। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040