তাইওয়ানের দক্ষিণাঞ্চলের ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৩ জনে উন্নীত
  2016-02-07 18:13:40  cri

ফেব্রুয়ারি ৭: তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে নিহতের সংখ্যা আজ (রোববার) দুপুর পর্যন্ত বেড়ে ২৩ জনে দাঁড়ায়। অঞ্চলটির দমকল সূত্রের বরাত দিয়ে সিনহুয়া এ খবর দিয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৫৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ৩২৩ জন দমকলকর্মী, ২৯২ জন স্বেচ্ছাসেবক, ১০৫টি দমকল গাড়ি ও ৪৪টি অ্যাম্বুলেন্স উদ্ধারকাজে অংশ নিচ্ছে।

ভূমিকম্পে শুধু ওয়েই কুয়ান ভবন ধসের ফলেই ৬টি শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়। ভবনের ধ্বংসস্তুপের নিচে এখনও ১৩০ জন চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। একজন সরকারি কর্মকর্তা জানান, রোববার ভোর ৪টা পর্যন্ত এ ভবন থেকে ১৮১ জনকে জীবিত উদ্ধার করা হয়।

এদিকে, ভূমিকম্পে তাইওয়ানের দ্রুতগতির রেলপথের কিছু অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। কোনো কোনো স্থানে বিদ্যুত সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, বেইজিং সময় শনিবার ভোর ৪টার দিকে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে রিখটার স্কেলে ৬/৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040