মহাশূন্যে কৃত্রিম উপগ্রহ পাঠানোর ঘোষণা দিল উত্তর কোরিয়া
  2016-02-07 18:08:54  cri

ফেব্রুয়ারি ৭: মহাশূন্যে সাফল্যের সাথে একটি কৃত্রিম উপগ্রহ পাঠানোর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির কেন্দ্রীয় টেলিভিশন জানিয়েছে, কাওয়াংমিংসং-৪ উপগ্রহটি স্থানীয় সময় আজ (রোববার) সকাল ৯টায় উত্তর ফিয়ংইয়ং প্রদেশের সোহায়ি মহাকাশ কেন্দ্র থেকে উত্ক্ষেপণ করা হয়। পরে উপগ্রহটি মহাশূন্যের নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে।

এর আগে গতকাল (শনিবার) উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন উপগ্রহ উত্ক্ষেপণের আদেশনামায় স্বাক্ষর করেন। উপগ্রহটি পৃথিবীকে পর্যবেক্ষণের কাজ করবে এবং এটি প্রয়োজনীয় টেলিযোগাযোগ সরঞ্জাম বহন করছে বলেও খবরে উল্লেখ করা হয়।

এ নিয়ে পঞ্চমবারের মতো উত্তর কোরিয়া মহাশূন্যে কৃত্রিম উপগ্রহ পাঠালো। উত্তর কোরিয়ার জাতীয় মহাকাশ উন্নয়ন ব্যুরোর বরাত দিয়ে স্থানীয় বার্তা সংস্থা জানায়, এটি বিগত পাঁচ বছরের গবেষণার ফল।

এদিকে, উত্তর কোরিয়ার উপগ্রহ উত্ক্ষেপণ সম্পর্কে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (রোববার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, মহাকাশ নিয়ে শান্তিপূর্ণ গবেষণার অধিকার উত্তর কোরিয়ার আছে। তবে এ অধিকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত দ্বারা সীমাবদ্ধ। মুখপাত্র আরও বলেন, আন্তর্জাতিক সমাজের ব্যাপক বিরোধিতা সত্ত্বেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে মহাশূন্যে কৃত্রিম উপগ্রহ পাঠানো উদ্বেগজনক। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040