চীনা জনগণকে নববর্ষ ও বসন্ত উত্সবের শুভেচ্ছা জানালেন বিশ্ব নেতৃবৃন্দ
  2016-02-07 18:00:02  cri
চীনের চান্দ্রপঞ্জিকা অনুসারে সোমবার থেকে শুরু হচ্ছে নতুন বছর। বছরটি পরিচিত হবে 'বানরবর্ষ' হিসেবে। তা ছাড়া, রোববার রাত থেকে শুরু হচ্ছে বসন্ত উত্সব। বিশ্ব নেতৃবৃন্দ এ উপলক্ষ্যে চীনের জনগণ এবং বিদেশে অবস্থানরত সকল চীনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে আছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা।

এক ভিডিও অভিনন্দন-বার্তায় মহাসচিব বান কি-মুন বলেন, তিনি নিজে বানরবর্ষে জন্মগ্রহণ করেছিলেন। বানর বুদ্ধি ও নমনীয়তার প্রতীক। তাই নতুন বছর হবে আশা-ভরসা ও প্রাণশক্তিতে ভরপুর, এমন আশা করা যায়।

বান কি-মুন আরও বলেন, ২০১৬ সালেই জাতিসংঘ মহাসচিব হিসেবে তাঁর কার্যমেয়াদ শেষ হচ্ছে। এ পদে থেকে এবারই তিনি শেষবারের মতো চীনা জনগণকে বসন্ত উত্সবের শুভেচ্ছা জানাতে পারছেন। তিনি বলেন, ২০১৬ সাল বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের প্রথম বছর। বানরবর্ষে এক্ষেত্রে শুভ সূচনা হবে বলে তিনি আশা করেন।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে ফোনালাপে চীনা জনগণকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি চীনের চান্দ্রপঞ্জিকার নতুন বছরের শুভাগমন উপলক্ষ্যে প্রেসিডেন্ট সি'কেও ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানান। তিনি আশা করেন, নতুন বছরে চীন-যুক্তরাষ্ট্র সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হবে এবং দু'দেশের পারস্পরিক সহযোগিতা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য কল্যাণকর প্রমাণিত হবে।

এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন প্রধানমন্ত্রী ভবন ওয়েবসাইটের মাধ্যমে বসন্ত উত্সব উপলক্ষ্যে চীনা জনগণকে অভিনন্দন জানিয়েছেন। তিনি গোটা চীনের মানুষের কল্যাণ কামনা করেন। তিনি বলেন, ব্রিটেনেও চান্দ্রপঞ্জিকার বানরবর্ষ উদযাপিত হবে এবং দু'দেশ অব্যাহতভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নেও যৌথভাবে কাজ করে যাবে। ওয়েবসাইটে ব্রিটিশ প্রধানমন্ত্রী চীনা ভাষায়ও চীনাদের শুভেচ্ছা জানান।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে স্থানীয় চীনা ভাষার তথ্যমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে দেশের সকল প্রবাসী চীনা ও চীনা বংশোদ্ভূত নাগরিকদের নতুন বছরের শুভেচ্ছা জানান।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বসন্ত উত্সব উপলক্ষ্যে দেওয়া এক ভাষণে বলেন, কানাডার জাতিগত চীনারাও বানরবর্ষ উদযাপন করছেন। বানর চতুর, বিদগ্ধ, কর্মতত্পর ও কৌতুহলী। তিনি কানাডার সমাজ উন্নয়নে জাতিগত চীনাদের গুরুত্বপূর্ণ অবদান স্বীকার করেন এবং নতুন বছরে তাদের সাফল্য কামনা করেন।

এদিকে, এক অভিনন্দনবার্তায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেছেন, ৮ ফেব্রুয়ারি চীনের বানরবর্ষের প্রথম দিন। এ উপলক্ষ্যে আমি সারা বিশ্বের চীনা, বিশেষ করে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত চীনা প্রবাসীদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শুভ বসন্ত উত্সব!

এ ছাড়া, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফও চীনা জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি রাজধানী ব্রাসিলিয়ায় চীনা অ্যাসোসিয়েশানের মাধ্যমে সকল চীনা জনগণ এবং প্রবাসী চীনাদের নববর্ষের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, ৮ ফেব্রুয়ারি হচ্ছে চীনের চান্দ্রপঞ্জিকা অনুসারে নববর্ষের প্রথম দিন। নতুন বছরে ব্রাজিল-চীন সম্পর্ক আরও জোরদার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, দু'দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ ও কৌশলগত তাত্পর্য রয়েছে। (প্রেমা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040