ঢাকায় এই প্রথম চীনা অক্ষর ও ক্যালিওগ্র্যাফি প্রদর্শনী অনুষ্ঠিত
  2016-02-07 18:49:10  cri
বাংলাদেশে প্রথম বারের মত অনুষ্ঠিত হয়েছে চীনা অক্ষর ও ক্যালিওগ্র্যাফি প্রদর্শনী। ১৭ জানুয়ারি রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইন্সটিটিউটে দু'দিন ব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশস্থ চীনা রাষ্ট্রদূত মা মিং চিয়াং। আরো উপস্থিত ছিলেন, চীনের গণমৈত্রী সমিতির সাংস্কৃতিক বিনিময় উপ-মহাপরিচালক জি ওয়েই, বাংলাদেশ-চীন গণমৈত্রী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: বশিরুল্লাহ, মহাসচিব মো: সারোয়ার জাহান সুমন, সাবেক সভাপতি আনোয়ারুল আমিন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রপ্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, বিভিন্ন মৈত্রী সমিতির নেতৃবৃন্দ, চীনা দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেছেন, বিশিষ্ট চিত্রশিল্পী রফিকুননবী এবং উপস্থাপনা করেছেন, চীন বেতার বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানের মাননীয় তথ্যমন্ত্রী এবং চীনা রাষ্ট্রদূত লাল ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন। এর পর অতিথিবৃন্দ প্রদর্শনী গ্যালারী ঘুরে দেখেন। পরে মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, চীনের গণমৈত্রী সমিতির সাংস্কৃতিক বিনিময় উপ-মহাপরিচালক জি ওয়েই, বাংলাদেশ-চীন গণমৈত্রী সমিতির মহাসচিব মো: সারোয়ার জাহান সুমন, সিআরআই বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের, বাংলাদেশ মোভিস ডট কম ডট বিডি'র সম্পাদক মুহাম্মদ শামীম আখতার এবং বাংলাদেশ বেতারের পত্রিকা বেতার বাংলার আলোকচিত্রশিল্পী মোস্তাফিজুর রহমান মিন্টু চীন বেতারকে ইন্টারভিউ প্রদান করেন। সাক্ষাৎকার গ্রহন করেন, সিআরআই এর বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল।

প্রদর্শনীতে ৬৪টি চীনা অক্ষর এবং ২০টি ক্যালিওগ্র্যাফি প্রদর্শন করা হয়।

দিদারুল ইকবাল

বাংলাদেশ মনিটর

সিআরআই

ছবির ক্যাপশন:

ছবি-১: প্রধান অতিথির বক্তব্য রাখছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। >> ছবি: মোস্তাফিজুর রহমান মিন্টু

ছবি-২: বিশেষ অতিথির বক্তব্য রাখছেন, বাংলাদেশস্থ চীনা রাষ্ট্রদূত মা মিং চিয়াং।

>> ছবি: মোস্তাফিজুর রহমান মিন্টু

ছবি-৩: মঞ্চে অতিথিবৃন্দ। >> ছবি: মোস্তাফিজুর রহমান মিন্টু

ছবি-৪: গ্যালারী ঘুরে দেখছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। >> ছবি: মোস্তাফিজুর রহমান মিন্টু

ছবি-৫: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি-কে চীনা ক্যালিওগ্র্যাফি দেখাচ্ছেন আয়োজক কর্তৃপক্ষ। >> ছবি: মোস্তাফিজুর রহমান মিন্টু

ছবি-৬: চীনা অক্ষর লিখছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। >> ছবি: মোস্তাফিজুর রহমান মিন্টু

ছবি-৭ ও ৮: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি'র সাক্ষাৎকার নিচ্ছেন, সিআরআই মনিটর দিদারুল ইকবাল। >> ছবি: মোস্তাফিজুর রহমান মিন্টু

ছবি-৯: চীনের গণমৈত্রী সমিতির সাংস্কৃতিক বিনিময় উপ-মহাপরিচালক জি ওয়েই'র সাক্ষাৎকার নিচ্ছেন, সিআরআই মনিটর দিদারুল ইকবাল। >> ছবি: মোস্তাফিজুর রহমান মিন্টু

ছবি-১০: সিআরআই বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের-এর সাক্ষাৎকার নিচ্ছেন, সিআরআই মনিটর দিদারুল ইকবাল। >> ছবি: মোস্তাফিজুর রহমান মিন্টু

ছবি-১১: সনদপত্র হস্তান্তর। >> ছবি: মোস্তাফিজুর রহমান মিন্টু

ছবি-১২: চীনা অক্ষর ও ক্যালিওগ্র্যাফি প্রদর্শনী দেখছেন, বাংলাদেশ মোভিস ডট কম ডট বিডি'র সম্পাদক মুহাম্মদ শামীম আখতার এবং বাংলাদেশ বেতারের পত্রিকা বেতার বাংলার আলোকচিত্রশিল্পী মোস্তাফিজুর রহমান মিন্টু।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040