বেইজিংয়ে বসন্ত উত্সব প্রীতিসম্মিলনী: জনগণকে শুভেচ্ছা জানালেন চীনা প্রধানমন্ত্রী
  2016-02-06 18:56:25  cri

ফেব্রুয়ারি ৬: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদ আজ (শনিবার) সকালে বেইজিংয়ে মহা গণভবনে ২০১৬ সালের বসন্ত উত্সব উপলক্ষ্যে এক প্রীতিসম্মিলনীর আয়োজন করে। এতে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং দেশবাসীকে শুভেচ্ছা জানান। এসময় অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী লি বসন্ত উত্সব উপলক্ষ্যে সিপিসি ও রাষ্ট্রীয় পরিষদের পক্ষ থেকে চীনের মূল ভূখণ্ডের বিভিন্ন জাতির জনগণ; চীনের হংকং, ম্যাকাও ও তাইওয়ানের জনগণ; এবং বিদেশে অবস্থানরত চীনা প্রবাসীদেরকে বসন্ত উত্সবের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, চলতি বছরও প্রেসিডেন্ট সি চি পিংয়ের নেতৃত্বে চীনে সংস্কারকাজ সুষ্ঠুভাবে চলছে। বিভিন্ন জাতির মানুষ সার্বিকভাবে সচ্ছল সমাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টাও অব্যাহত রেখেছেন। এসময় তিনি ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

ভাষণে লি খ্য ছিয়াং চীনের কাওসিয়ংয়ে রিখটার স্কেলে ৬.৭ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনাও প্রকাশ করেন। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040