ওয়াং ই-লাভরভ ফোনালাপ; দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ঐকমত্য
  2016-02-06 18:42:56  cri
ফেব্রুয়ারি ৬: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ গতকাল (শুক্রবার) টেলিফোনে কথা বলেন। এসময় তারা দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন। তারা দু'পক্ষের সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারেও একমত হন।

গত বছরে চীন-রাশিয়া সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের ক্ষেত্রে যে অগ্রগতি অর্জিত হয়েছে, দুই পররাষ্ট্রমন্ত্রী তাতে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, দু'দেশের উচিত কৌশলগত যোগাযোগ আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা গভীরতর করা।

এসময় দু'নেতা কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সম্পর্কেও আলোচনা করেন। তারা এ ব্যাপারে একমত হন যে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ নিয়ে আরও আলোচনা হওয়া প্রয়োজন। সিরিয়া সমস্যার রাজনৈতিক সমাধানের প্রশ্নেও তারা একমত পোষণ করেন (নীলাম্বর/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040