'সাহিত্য ও সংস্কৃতি' বিষয়ক অনুষ্ঠান--০২০৯
  2016-02-09 16:27:08  cri

গত বছর ছিলো চীন-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৬তম বার্ষিকী। এ উপলক্ষ্যে দেশটির হিউস্টন শহরে গত ৫ ডিসেম্বর একটি ছবি প্রদর্শনী আয়োজিত হয়।

হিউস্টনে চীনের কনস্যুলেট জেনারেলের সহায়তায় সিন হুয়া বার্তা সংস্থার হিউস্টন অফিস এ ছবি প্রদর্শনীর আয়োজন করে।

প্রদর্শনীতে দু'দেশের নেতাদের এবং বিখ্যাত ব্যক্তিদের বন্ধুত্বপূর্ণ বিনিময় প্রতিফলিত হয়।

হিউস্টনে চীনের কনস্যুলেট জেনারেলের কন্সুল জেনারেল লি মিন ছিয়াং বলেন, এটি কেবল একটি ছবি প্রদর্শনী নয়, এটি দু'দেশের গুরুত্বপূর্ণ সম্পর্কের একটি মুহূর্ত এবং গল্প। দু'দেশের ইতিহাস থেকে অভিজ্ঞতা সংগ্রহ করে শিক্ষা লাভ করা উচিত, যাতে দু'দেশের সম্পর্ক আরো উন্নয়ন হবে।

বন্ধুরা, এবার আপনারা 'চীন-ক্রোয়েশিয়া জ্যাজসঙ্গীত সহযোগিতা' বিষয়ক কিছু তথ্য জানবেন। আশা করি তা আপনাদের ভীষণ মুগ্ধ করবে।

চীনাদের কাছে জ্যাজসঙ্গীত হলো বিদেশের সংস্কৃতি। কিন্তু, যদি এই জ্যাজসঙ্গীতে চীনা জাতির উপাদান যুক্ত করা যায় তাহলে কেমন লাগবে?

চীনের জাতীয় গ্রন্থাগারের সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত একটি সঙ্গীত অনুষ্ঠানে শিল্পীরা চীনা বাদ্যযন্ত্র সহযোগে জ্যাজসঙ্গীত পরিবেশন করেন। এই পরিবেশনা দর্শকদের ভীষণভাবে মুগ্ধ করে। সুরের মূর্ছনায় অভিভূত হয়ে পড়েন দর্শকরা, আর নাচের মাধ্যমে আনন্দের ঢেউ তোলেন পুরো অডিটোরিয়ামে। এর সাথে সাথে হাততালিতেও মুখরিত হয়ে ওঠে অডিটোরিয়ামটি ।

অনুষ্ঠানে 'চীন-পূর্ব ইউরোপ জ্যাজসঙ্গীত' বিষয়ক তত্ত্বাবধায়ক ক্রোয়েশিয়ার ডেভর ভোজসহ অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

পরিবেশনাটি ডেভর ভোজকে এতটাই মুগ্ধ করে যে, তিনি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন নি। উল্লাসে মেতে তিনি 'ব্রাভো' 'ব্রাভো' বলে চিত্কার করে ওঠেন। তিনি বলেন, "আজকের সঙ্গীতদলটির পরিবেশনা অনেক চমত্কার। তাদের পরিবেশনার মান বিশ্বের সেরা পর্যায়ের। প্রতিটি সঙ্গীত পছন্দ করেছি আমি, বিশেষ করে চীনা বাদ্যযন্ত্র সহযোগে বাজানো সঙ্গীতগুলো। খুব ভালো একটি পরিবেশনা।"

ডেভর ভোজ হলেন ক্রোয়েশিয়ার জ্যাজসঙ্গীত মহলের একজন অতি পরিচিত ব্যক্তি। তিনি ক্রোয়েশিয়ার জাতীয় টেলিভিশনের জ্যজসঙ্গীত বিষয়ক চ্যানেলের মহা তত্ত্বাবধায়ক, ক্রোয়েশিয়ার জ্যজসঙ্গীত ওয়েবসাইটের সাধারণ সম্পাদক এবং ইউরোপীয় জ্যাজসঙ্গীত পুরস্কার বিষয়ক আন্তর্জাতিক বিচারক দলের সদস্য।

এছাড়া, তিনি তিনজন জ্যাজসঙ্গীত শিল্পীর ধারাবাহিক অ্যালবামের লেখক। তিনি ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবের জ্যাজসঙ্গীত ক্লাবের মহা তত্ত্বাবধায়ক।

মূলত এবারের ঐ সঙ্গীত অনুষ্ঠানটি ছিলো 'চীন-পূর্ব ইউরোপ জ্যাজসঙ্গীত' দিবসের তত্ত্বাবধায়কদলের সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ।

চীনা সঙ্গীতশিল্পী সমিতির জ্যাজসঙ্গীত সমিতি পূর্ব ইউরোপের ১৬টি দেশের জ্যাজসঙ্গীত তত্ত্বাবধায়কদের চীন সফরের আমন্ত্রণ জানান।

চীনের ঐতিহ্যিক জ্যাজ ও নতুন সঙ্গীত সংস্থার আন্তর্জাতিক সমাজের সঙ্গে যুক্ত হওয়া, আন্তর্জাতিক সঙ্গীত প্রকল্পের বিনিময় ও সহযোগিতা করা এবং নতুন সঙ্গীত সংস্কৃতি সুষ্ঠুভাবে উন্নয়নের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সফরকালে জ্যাজসঙ্গীত তত্ত্বাবধায়ক দলটি বেইজিং, শাংহাই ও কুয়াং চৌ শহরে যান। এসময় তারা ধারাবাহিক সঙ্গীত ফোরামে অংশ নেন, চীনের সঙ্গীত পরিবেশনা দেখেন এবং অনেক সঙ্গীত বিষয়ক সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন।

কয়েক বছর আগে ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে ডেভর ভোজ প্রথমবারের মত চীনা জ্যাজসঙ্গীত শোনেন। এটি তার মনে গভীর ছাপ ফেলে। তখন দু'দেশের জ্যাজসঙ্গীত মহলের বিনিময়ের সুযোগ ছিলো খুবই কম। কিন্তু এবারের সফর দু'পক্ষের নতুন সঙ্গীতজগতের দরজা খুলে দিয়েছে।

এবারের সফরে ডেভর ভোজ একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে চান। তা হলো 'চীন-ক্রোয়েশিয়া জ্যাজসঙ্গীত শিল্পীদের বিনিময় প্রকল্প'।

তিনি বলেন, "এ প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে ক্রোয়েশিয়ার অনেক শিল্পীর সিডি ও সংশ্লিষ্ট প্রতিবেদন আছে। তারা আমার সঙ্গে চীনেও এসেছেন। আশা করি চীনা বন্ধুরা ঐ সব সঙ্গীত শুনবেন এবং তা পছন্দ করবেন।"

তিনি আশা করেন, অনেক চীনা জ্যাজসঙ্গীতের সিডি তিনি ক্রোয়েশিয়ায় নিয়ে যাবেন। এবারের এ পরিবেশনা ও সফর তার মনে গভীর আস্থা তৈরি করেছে।

তিনি বলেন, "দীর্ঘ দিনের অপেক্ষা আর অনেক মানুষের প্রচেষ্টার পর এ সুযোগ অর্জন করেছি। আশা করি দু'দেশের জ্যাজসঙ্গীত ক্ষেত্রে আরো ঘনিষ্ঠ বিনিময় হবে। আমার দেশের সেরা জ্যাজশিল্পীরা চীনে এসেছেন, আমরাও চীনা জ্যাজশিল্পীদের ক্রোয়েশিয়ায় আসার স্বাগত জানাই।"

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? আপনারা যদি 'সাহিত্য ও সংস্কৃতি' বিষয়ক কোনো কিছু জানতে বা আলোচনা করতে চান, তাহলে আমাকে চিঠি লিখবেন বা ই-মেইল করবেন। আপনাদের কাছ থেকে চমত্কার পরামর্শ আশা করছি। আর আপনাদের জানিয়ে রাখি, আমার ইমেইল ঠিকানা হলো, hawaiicoffee@163.com।

চিঠিতে প্রথমে লিখবেন, 'সাহিত্য ও সংস্কৃতি' অনুষ্ঠানের 'প্রস্তাব বা মতামত'। আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে একই দিন, একই সময় আপনাদের সঙ্গে আবারো কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়ান (জিনিয়া/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040