সংক্ষিপ্ত বিশ্বসংবাদ-০২০৬
  2016-02-06 11:00:18  cri
ব্রিটেন ইইউ-তে বহাল থাকবে বলে আশা করে ডেনমার্ক

ফেব্রুয়ারি ৬: ডেনমার্কের প্রধানমন্ত্রী লার্স লোয়েকে রাসমুসেন বলেছেন, তার দেশ আশা করে ব্রিটেন ইইউ-তে বহাল থাকবে।

গতকাল (শুক্রবার) কোপেনহেগেনে সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে এক বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

বৈঠকে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক, ইউরোপীয় ইউনিয়নের সংস্কার এবং ইউরোপের শরণার্থী সংকটসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।

১২তম দক্ষিণ এশিয়া গেমস ভারতে শুরু

ফেব্রুয়ারি ৬: ১২তম দক্ষিণ এশিয়া গেমস গতকাল (শুক্রবার) বিকেলে ভারতের আসাম রাজ্যের গৌহাটির ইন্দিরা গান্ধি স্টেডিয়ামে শুরু হয়েছে।

বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলংকা ও মালদ্বীপসহ বিভিন্ন অঞ্চলের প্রায় ২৬০০ জন খেলোয়াড় ২৩টি প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

এবারের গেমস ১৬ ফেব্রুয়ারি শেষ হবার কথা রয়েছে।

সিরিয়ার সমস্যা নিয়ে নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক

ফেব্রুয়ারি ৬: সিরিয়া সমস্যা নিয়ে গতকাল (শুক্রবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক আয়োজিত হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি বৈঠকের পর বলেন, এবারের সিরিয়া শান্তি আলোচনা সাময়িকভাবে স্থগিত হওয়া নিয়ে দুঃখ প্রকাশ করে মস্কো। আইএসের ওপর রুশ বিমান হামলা বন্ধ হবে না বলেও তিনি জোর দিয়ে বলেন।

ইরাকের কুর্দিশ স্বায়ত্তশাসিত অঞ্চলের হোটেলে অগ্নিকাণ্ডে ১৭ জন নিহত

ফেব্রুয়ারি ৬: ইরাকের কুর্দিশ স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী আর্বিল শহরের একটি হোটেলে গতকাল (শুক্রবার) সন্ধ্যায় অগ্নিকাণ্ডে ১৭ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

আহতদের চিকিত্সা দেওয়ার জন্য হাসপাতালে পাঠানো হয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ নিয়ে তদন্ত চলছে। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040