লন্ডনে সিরিয়া সহায়তা বিষয়ক সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ
  2016-02-05 18:58:11  cri

ফেব্রুয়ারি ৫: ব্রিটেনের লন্ডনে অনুষ্ঠিত সিরিয়া সহায়তা বিষয়ক সম্মেলনে অংশগ্রহণ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

আফ্রিকান দেশগুলো সফর করার সময় গতকাল (বৃহস্পতিবার) তিনি এ সম্মেলনে অংশ নেন।

এদিন সম্মেলন শেষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ওয়াং ই বলেন, তার এই উপস্থিতি প্রমাণ করেছে যে, আন্তর্জাতিক সমাজের গুরুত্বপূর্ণ ইস্যুতেও চীন বিশেষ নজর রাখছে।

ওয়াং ই বলেন, সিরিয়ার শরণার্থীদের দুর্ভোগ উপলব্ধি করতে পারে চীন। এখন পর্যন্ত দেশটিতে ৯ বার মানবতাবাদী ত্রাণ পাঠিয়েছে বেইজিং। প্রেসিডেন্ট সি চিন পিং গত বছরের শেষে ও চলতি বছরের শুরুতে পরবর্তী চীনের সাহায্য পরিকল্পনা ঘোষণা করেছেন। আর এ বারের সম্মেলনে সিরিয়ার শরণার্থীদের জন্য শস্য ত্রাণও দেবার কথা ঘোষণা করেছেন চীন।

ওয়াং ই আরো বলেন, সিরিয়ার দীর্ঘস্থায়ী শান্তির জন্য দেশটির সংকট সম্পূর্ণভাবে সমাধান করতে হবে। তাই রাজনৈতিক উপায়ে সিরিয়ার সমস্যা সমাধানে দৃঢ়ভাবে সমর্থন করে চীন।

তিনি উল্লেখ করেন, কিছু দিন আগে বেইজিংয়ে সিরিয়ার সরকার ও সরকারবিরোধীদের প্রতিনিধির সঙ্গে তিনি দেখা করেছেন এবং দু'পক্ষের শান্তি আলোচনার জন্য চেষ্টা করেছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং সিরীয় জনগণের বন্ধু হিসেবে এ ব্যাপারে চীন অব্যাহতভাবে ইতিবাচক ভূমিকা পালন করবে বলেও উল্লেখ করেন ওয়াং ই। (তুহিনা/টুটুল)

 

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040