খোলামেলা: একুশে বইমেলা-২০১৬ উপলক্ষ্যে আলোচনা (১)
  2016-02-06 19:06:19  cri

সুপ্রিয় শ্রোতা, চীনা মানুষের কাছে ফেব্রুয়ারি মানেই বসন্ত উত্সব। আর বাঙ্গালীর কাছে এ মাস হলো ভাষা দিবস এবং অমর একুশে বইমেলা। চলতি বছর বইমেলার বিশেষত্বসহ এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে আজকের খোলামেলা অনুষ্ঠানে। এ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা ।

প্রথমে এবারের মেলার ব্যাপারে কিছু মৌলিক তথ্য জানতে চাইবো বাংলা একাডেমির তথ্য ও যোগাযোগ বিষয়ক পরিচালক মুরশিদ আনোয়ারের কাছ থেকে।

অমর একুশে গ্রন্থমেলাকে কেন্দ্র করে বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান নতুন নতুন বই প্রকাশ করে থাকে। এবারের মেলাকে কেন্দ্র করে সে রকমই বিভিন্ন প্রত্যাশা নিয়ে আমরা কথা বলবো অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসাইনের সঙ্গে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040