
আমাদের প্রত্যেকের ভাই-বোন রয়েছে। ভাই-বোনের সম্পর্ক অনন্য-অসাধারণ এক পবিত্র সম্পর্ক। রক্তের টান বলে কথা। আজকের 'গানালাপ' অনুষ্ঠানে ভাই-বোন সংশ্লিষ্ট কয়েকটি গান শ্রোতা ও নেট ব্যবহারকারীদের সাথে ভাগাভাগি করতে চাই আমরা। এসব গানের মাধ্যমে ভাই-বোনের মধ্যে ভালোবাসা ও ঘনিষ্টতা আমরা উপল্বদ্ধি করতে পারবো। এখন এ অনুষ্ঠান উপভোগ করেন।