আর্জেন্টিনার রাজধানীতে বসন্ত উত্সব মেলার আয়োজন
  2016-02-01 15:55:40  cri

ফেব্রুয়ারি ০১: চীনের বসন্ত উত্সব উপলক্ষ্যে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের জাতীয় পার্কে গত (শনিবার) শুরু হয়েছে 'চীনা বসন্ত উত্সব মেলা'। আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ও স্পীকার গ্যাবলিয়েলা মিসিটি, দেশটিতে চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়ান মিং ও বুয়েন্স আয়ার্সের মেয়র হরিকো রডরিগো লারেটি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্যাবলিয়েলা মিসিটি বলেন, আর্জেন্টিনায় চীনের বসন্ত উত্সবের আকৃতি ও অংশগ্রহণকারীর সংখ্যা প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। এর ফলে আর্জেন্টিনার সামাজিক ও সাংস্কৃতিক সহনশীলতা প্রতিফলিত হয়েছে। দেশটিতে প্রবাসী চীনার সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। এ সময় তিনি উপস্থিত সকলকে চীনা ভাষায় বসন্ত উত্সবের শুভেচ্ছা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী চীনা ও আর্জেন্টিনার স্থানীয় নাগরিকবৃন্দসহ দশ হাজারেরও বেশি দর্শক দেশ দুটির তরুণ শিল্পীদের যৌথ পরিবেশনায় চীনা উ শু নৃত্যসহ নানা অনুষ্ঠান উপভোগ করেন। (ওয়াং তান হোং/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040