চীনের অর্থনীতি ও সমাজের উন্নয়ন নিয়ে সিপিসি'র বৈঠকে সি চিন পিংয়ের ভাষণ
  2016-01-30 19:09:25  cri
জানুয়ারি ৩০: চীনের অর্থনীতি ও সমাজের উন্নয়ন নিয়ে গতকাল (শুক্রবার) সিপিসির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর ৩০বারের মতো গবেষণা বৈঠক আয়োজিত হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন এবং ভাষণ দেন চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং।

সি চিন পিং বলেন, আগামী ৫ বছরের মধ্যে চীনের উন্নয়নের গুরুত্ব ধরে সার্বিকভাবে চীনের সচ্ছল সমাজ গড়ে তোলার শেষ পর্যায়ের সাফল্য অর্জন করা গুরুত্বপূর্ণ বিষয়, যাতে ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা বাস্তবায়ন করা যায়।

তিনি জোর দিয়ে বলেন, বর্তমানে চীনের উন্নয়নে যদিও অনেক সাফল্য অর্জিত হয়েছে,তবে দীর্ঘকাল ধরে সমাজতন্ত্রের প্রাথমিক পর্যায়ে অবস্থিত এ পরিস্থিতির কোনো পরিবর্তন হয় নি। তা থেকে বোঝা যায় সিপিসিকে অর্থনৈতিক নির্মাণ ও জনগণকে কেন্দ্র করে মনোযোগ দিয়ে পার্টির প্রশাসনিক কাজ করতে হবে এবং রাজনীতি,সংস্কৃতি,সমাজ ও প্রাকৃতিক পরিবেশ নির্মাণের ওপর গুরুত্ব দিতে হবে। উদ্ভাবনী,সমন্বয়ী,সবুজ, উন্মুক্ত ও অভিন্ন বিনিময় উন্নয়নের চিন্তাধারা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হবে,যাতে সার্বিকভাবে বিভিন্ন চিন্তাভাবনা অনুশীলন করা যায়।(সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040